BSNL eSIM: জিও, এয়ারটেলদের টেক্কা দিয়ে ভারতে ইসিম পরিষেবা চালু করল BSNL

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL অবশেষে ভারতে eSIM পরিষেবা লঞ্চ করল। আপাতত তামিলনাড়ু সার্কেলের গ্রাহকরা এই পরিষেবা পাবে। আশা করা যায় যে ধীরে ধীরে অন্যান্য সার্কেলে পরিষেবাটি ছড়িয়ে দেওয়া হবে। জানিয়ে রাখি, BSNL এর অনেক আগেই তিন বেসরকারি টেলিকম কোম্পানি, Jio, Airtel, এবং Vi ভারতে eSIM পরিষেবা চালু করেছে। এই পরিষেবার মাধ্যমে মোবাইল ব্যবহারকারীরা সহজে ডিজিটাল সুবিধা পাবে। কোনো রকম ফিজিক্যাল SIM কার্ডের ঝামেলা ছাড়াই ফোন, স্মার্টওয়াচ বা অন্যান্য IoT ডিভাইসে নেটওয়ার্ক কানেক্টিভিটি পাওয়া যাবে।

কোথায় এবং কীভাবে পাবেন BSNL eSIM?

eSIM পেতে গ্রাহকদের নিকটবর্তী BSNL পরিষেবা কেন্দ্রে যেতে হবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে রাখতে হবে, যারমধ্যে উল্লেখযোগ্য হল eSIM-সাপোর্টেড স্মার্টফোন বা স্মার্টওয়াচ এবং বৈধ পরিচয়পত্র (ডিজিটাল KYC ভেরিফিকেশনের জন্য)।

ভেরিফিকেশন শেষ হলে BSNL গ্রাহকরা একটি QR কোড পাবে। এটি স্ক্যান করলেই ডিভাইসে eSIM সক্রিয় হয়ে যাবে। এরপরে ফিজিক্যাল সিম ছাড়াই ডিভাইসে ইন্টারনেট এবং কলিংয়ের সুবিধা মিলবে।

কারা পাবে BSNL eSIM?

BSNL জানিয়েছে যে, পুরানো এবং নতুন, উভয় গ্রাহক eSIM পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবে। তবে ফিজিক্যাল সিম থেকে eSIM-এ সুইচ করলে চার্জ নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ভারতে eSIM পরিষেবার সমস্যা

যদিও বিভিন্ন টেলিকম অপারেটর ভারতে eSIM পরিষেবা চালু করছে, তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় সমস্যা হল ডিভাইস পরিবর্তনের সময় eSIM ট্রান্সফার করা। এই সময়ে ভেরিফিকেশনের জন্য গ্রাহককে যথেষ্ট বেগ পেতে হয়।