iPhone 17 মডেলের ডামি ইউনিট ফাঁস, আসছে নজরকাড়া নতুন দুটি কালার অপশনে

অ্যাপলের পরবর্তী আইফোন সিরিজ, iPhone 17 আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে। গতকাল এই সিরিজের iPhone 17 Pro মডেলের ছবি সহ কালার অপশন ফাঁস হয়েছিল। এবার সিরিজের বেস মডেল অর্থাৎ iPhone 17-এর ডামি ইউনিট সামনে এল। এখানে দুটি নতুন কালার অপশন সহ ফোনটিকে দেখা গেছে। তবে ডামি ইউনিটের ছবি দেখে বলা যায়, এর ডিজাইনে খুব একটা বড় চমক দেখা যাবে না। অর্থাৎ এটি দেখতে অনেকটা গতবছরের iPhone 16 এর মতো হবে।
iPhone 17 এর ডামি ইউনিট ফাঁস
গত বছর iPhone 16 সিরিজ বেশ কয়েকটি নতুন কালার অপশন সহ এসেছিল, যার মধ্যে “আল্ট্রামেরিন” সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। জনপ্রিয় টিপস্টার Majin Bu দ্বারা শেয়ার করা iPhone 17 মডেলের ডামি ইউনিট থেকে স্পষ্ট যে, Apple এবছরও হালকা রঙের দিকে ঝুঁকছে। এই কালার অপশনগুলিও ফ্যানদের মন জয় করবে। ডামি ইউনিট কে গ্রিন এবং পার্পেল শেডে দেখা গেছে।
iPhone 17 এর সম্ভাব্য কালার অপশন
প্রতি বছরের মতো এবারও আইফোন ১৭ সিরিজে নতুন কালার অপশন থাকবে। বেস মডেলটি ছয়টি কালার অপশনে আসতে পারে – হোয়াইট, লাইট ব্লী, স্টিল গ্রে, গ্রিন এবং পার্পেল।
iPhone 17 এর স্পেসিফিকেশন
কালার অপশনে চমকের পাশাপাশি iPhone 17 মডেলের স্পেসিফিকেশনেও পরিবর্তন দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী, স্ট্যান্ডার্ড মডেলে প্রথমবার ১২০ হার্টজ OLED ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য এতে A19 চিপসেট ও ৮ জিবি র্যাম দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যেতে পারে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।