Lava Blaze AMOLED 2 5G ভারতে ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা সহ লঞ্চ হল, দাম অনেক কম

আজ সোমবার ভারতে লঞ্চ হল Lava Blaze AMOLED 2 5G‌। এর দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কম। ফোনটি কে স্টাইল ও পারফরম্যান্সের মিশেল বলা যেতে পারে। এটি মাত্র ৭.৫৫ মিমি পুরু এবং এর ওজন ১৭৪ গ্রাম। এছাড়া Lava Blaze AMOLED 2 5G‌ মডেলে পাওয়া যাবে অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৭০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি‌। আসুন Lava Blaze AMOLED 2 5G‌ এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lava Blaze AMOLED 2 5G‌ এর দাম ও সেলের তারিখ

Lava Blaze AMOLED 2 5G‌ ভারতে একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩,৪৯৯ টাকা। ফোনটি মিডনাইট ব্ল্যাক ও ফেদার হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। আর এর সেল শুরু হবে ১৬ আগস্ট থেকে। অ্যামাজন থেকে ডিভাইসটি কেনা যাবে।

Lava Blaze AMOLED 2 5G‌ এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে ও পারফরম্যান্স

লাভা ব্লেজ অ্যামোলেড ২ ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন। এর ভিজ্যুয়াল কোয়ালিটি ক্রেতাদের নজর কাড়বে। পারফরম্যান্সের জন্য লাভার এই হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মডেলটি LPDDR5 র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য Lava Blaze AMOLED 2 5G‌ ফোনে ৫০ মেগাপিক্সেল AI-পাওয়ারড রিয়ার ক্যামেরা উপস্থিত। তবে এর সেলফি ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি IP64 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জলের ছিটে থেকে সুরক্ষা দেবে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ডিজাইন ও লুক

স্মার্টফোনটির ‘ফেদার হোয়াইট’ কালার অপশনের ব্যাক প্যানেলে পালকের মতো ডিজাইন দেখা যাবে। আর ক্যামেরা মডিউলটি লম্বা কালো আয়তাকার ফ্রেমে এসেছে, যার মধ্যে দুটি সেন্সর ও একটি LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।