POCO Stylus এর সাথে বাজারে আসছে নতুন POCO ট্যাবলেট, দেখা মিলল সার্টিফিকেশন সাইটে

একটি নতুন POCO Stylus সম্প্রতি NCC সার্টিফিকেশন ডেটাবেসে অন্তর্ভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশন সাইট থেকে এর কিছু লাইভ ছবিও ফাঁস হয়েছে। ছবিগুলি থেকে স্পষ্ট যে, ডিভাইসটির ডিজাইনে রয়েছে পরিচিত ও পরিচ্ছন্ন এক ছোঁয়া। এর সাথে সার্টিফিকেশন সাইট থেকে এর কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। মনে করা হচ্ছে POCO খুব শীঘ্রই একটি নতুন ট্যাবলেট আনতে চলেছে, যার সঙ্গে এই স্মার্ট স্টাইলাস থাকবে।
POCO Stylus উপস্থিত হল NCC সার্টিফিকেশন সাইটে
নতুন এই পোকো স্টাইলাস-এর মডেল নম্বর ‘25099MP2CG’। এটি সম্ভবত একটি নতুন পোকো ট্যাবলেটের সঙ্গে বাজারে আসবে। এর সার্টিফিকেশন নম্বর ‘CCCAM25LP1240T5।’ জানা গেছে এই স্টাইলাসে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়া এটি ব্লুটুথ এলই কানেক্টিভিটি সহ আসবে। এতে ‘M60340’ মডেল নম্বরের ব্যাটারি দেওয়া হবে।

POCO Stylus এর লাইভ ছবি ফাঁস
পোকো স্টাইলাস এর লাইভ ইমেজ সার্টিফিকেশন সাইট থেকে সামনে এসেছে। এখানে স্টাইলাসের হোয়াইট ভ্যারিয়েন্টটি দেখা গেছে। এর সাধারণ আপ-ডাউন রকার বাটনের পাশাপাশি থাকবে আরও একটি অতিরিক্ত বোতাম, যেটি ‘সিলেক্ট’ বাটন হতে পারে।
একঝাঁক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে
Xiaomi একসঙ্গে একাধিক কমদামী ৪জি স্মার্টফোনের উপর কাজ করছে। ইতিমধ্যে কোম্পানির বেশ কয়েকটি ডিভাইসের নাম সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে জানা গেছে, যার মধ্যে আছে POCO M7 4G, Redmi 15 4G, POCO C85, Redmi 15C। এদের পাশাপাশি Redmi 15-এর 5G ভার্সন এবং Xiaomi 15T Pro ফ্ল্যাগশিপ ফোন নিয়েও কাজ চলছে বলে জানা গেছে।