Oppo Find X9 Pro নিয়ে চর্চা তুঙ্গে, 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ পাবেন 7500mAh ব্যাটারি

চলতি বছরের শেষের দিকে বাজারে আসছে Oppo Find X9 Pro। এটি গত বছরে লঞ্চ হওয়া Find X8 Pro এর উত্তরসূরি মডেল হবে। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। সম্প্রতি আবার জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, Oppo Find X9 Pro স্মার্টফোনে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। পাশাপাশি তিনি এর সম্ভাব্য স্পেসিফিকেশনও শেয়ার করেছেন। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।

Oppo Find X9 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

প্রসেসর ও ডিসপ্লে

ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, Find X9 Pro মডেলে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট ব্যবহার করা হবে। এটি মিডিয়াটেকের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর হবে। আর ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি 2.5D এলটিপিও ডিসপ্লে, যার রেজোলিউশন থাকবে ১.৫কে। এই ডিসপ্লে হবে ফ্ল্যাট ডিজাইনের, যেখানে আগের মডেলে ছিল কার্ভড ডিসপ্লে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো ফোনে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। যেখানে X8 Pro মডেলে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ছিল। অর্থাৎ Oppo Find X9 Pro ফোনে বড় ক্যামেরা আপগ্রেড দেখা যাবে।

সিকিউরিটি ও বিল্ড কোয়ালিটি

সিকিউরিটির জন্য এতে ৩ডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। স্মার্টফোনটি IP68 ও IP69 ওয়াটার ও ডাস্টপ্রুফ রেটিং সহ আসবে।

উল্লেখ্য, Oppo Find X8 Pro মডেলে ছিল ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট, ১৬ জিবি র‍্যাম, ১ টিবি স্টোরেজ এবং ৫,৯১০ এমএএইচ ব্যাটারি।