Realme 16 Pro Series: ভারতে আসছে 200MP ক্যামেরার নতুন স্মার্টফোন

ভারতীয় স্মার্টফোন বাজারে এখন ক্যামেরা ফোনের ক্রেজ তুঙ্গে। ভালো প্রসেসর, বড় ব্যাটারির পাশাপাশি ক্যামেরা কোয়ালিটি অনেকের কাছে শেষ সিদ্ধান্তের জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেইসব ক্রেতাদের কথা মাথায় রেখে ভারতে আনা হচ্ছে Realme 16 Pro Series। সংস্থার তরফে আসন্ন এই সিরিজকে সেগমেন্টের টপ-রেটেড ক্যামেরা স্মার্টফোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ সিরিজের ডিভাইসগুলি, ছবি তোলা ও ভিডিও রেকর্ড করার জন্য সেরা হবে।
Realme 16 Pro Series হবে ক্যামেরা প্রেমীদের পছন্দের
আজকের দিনে স্মার্টফোন মানে শুধু ফোন করা বা মেসেজ পাঠানো নয়। সোশ্যাল মিডিয়া, রিলস, ভ্লগ বা কনটেন্ট ক্রিয়েশন সব কিছুর কেন্দ্রে রয়েছে ক্যামেরা। এই জায়গাতেই Realme 16 Pro Series বাজিমাত করতে চাইছে। এই সিরিজের মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেল LumaColor Portrait Master ক্যামেরা। এছাড়া Realme 16 Pro এবং Realme 16 Pro+ দুই মডেলই প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং পাওয়ারফুল ব্যাটারি অফার করবে।
রিয়েলমি জানিয়েছে, ২০০ মেগাপিক্সেল LumaColor Portrait Master ক্যামেরার আসল জাদু বোঝা যাবে পোর্ট্রেট ফটোগ্রাফিতে। স্কিন টোন খুব স্বাভাবিক থাকবে, ডেপ্থ ভালো আসবে, আর ডিটেলস বেশ শার্প হবে। ছবিগুলো দেখলে আলাদা করে এডিট করার দরকার পড়বে না। এর সঙ্গে থাকবে ProDepth Bokeh এবং ইন্টেলিজেন্ট সিন অপটিমাইজেশন। আলো কম থাকুক বা বেশি, ক্যামেরা পরিস্থিতি বুঝে নিজেই সেটিং সামলে নেবে।
এই সিরিজের টপ মডেল Realme 16 Pro+ আরও এক ধাপ এগিয়ে। এখানে পাওয়া যাবে ৩.৫এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা জুম করলেও ডিটেলস ধরে রাখতে পারে। ফুলফোকল পোর্ট্রেট ফিচারের মাধ্যমে আলাদা আলাদা ফোকাল লেন্থে পোর্ট্রেট তোলার সুবিধা থাকবে।
অন্যদিকে Realme 16 Pro একই ২০০ মেগাপিক্সেল ক্যামেরা অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম দামে দেওয়ার চেষ্টা করবে। উদ্দেশ্য একটাই, ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা যেন বেশি মানুষের নাগালে আসে।

