লঞ্চের আগে ফাঁস Realme 15 Pro 5G এর লাইভ ছবি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে ৭০০০ mAh ব্যাটারি

চলতি মাসেই লঞ্চ হতে চলেছে Realme 15 Pro 5G। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার এর লাইভ ছবি ফাঁস হল। নতুন ফাঁস হওয়া ছবিতে ফোনটিকে ‘ভেলভেট গ্রিন’ কালার অপশনে দেখা গেছে, যার পিছনের অংশে রয়েছে চামড়ার মতো ফিনিশিং। আর Realme 15 Pro 5G এর ক্যামেরা ডিজাইনেও বদল আসছে। এই ডিভাইসে বৃত্তাকার ক্যামেরা সেটআপের পরিবর্তে আয়তাকার মডিউল দেখা যাবে।

Realme 15 Pro 5G এর ফাঁস হওয়া ছবি থেকে কি কি জানা গেছে

রিয়েলমি ১৫ প্রো ৫জি এর ক্যামেরা মডিউলের ভিতরে থাকবে দুটি ৫০ মেগাপিক্সেল সেন্সর। একটি স্ট্যান্ডার্ড প্রাইমারি ক্যামেরা, আরেকটি আল্ট্রা ওয়াইড লেন্স। তবে এতে টেলিফটো লেন্স পাওয়া যাবে না। ফলে মনে করা হচ্ছে, রিয়েলমি ১৫ প্রো প্লাস মডেলে আমরা টেলিফটো লেন্স দেখতে পাবো।

Realme-15-Pro-velvet-green-live

এদিকে প্রো মডেলে সেলফি প্রেমীদের জন্য থাকবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফাঁস হওয়া ছবিতে ফোনের সেটিংস স্ক্রিনের কিছু অংশও দেখা গেছে। জানা গেছে, পারফরম্যান্সের জন্য রিয়েলমি ১৫ প্রো ৫জি ডিভাইসে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme 15 Pro 5G এর ডিসপ্লে নিয়ে আগেই কিছু তথ্য সামনে এসেছিল। এই স্মার্টফোনে থাকবে কার্ভড AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, সর্বোচ্চ ব্রাইটনেস ৬,৫০০ নিট পর্যন্ত, আর স্ক্রিন-টু-বডি রেশিও ৯৪ শতাংশ। এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট ২,৫০০ হার্টজ, আর এর সুরক্ষার জন্য ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস।

এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে, যেখানে কিছু নতুন AI ফিচার যুক্ত থাকবে। যেমন এআই এডিট জিনি (AI Edit Genie), যার মাধ্যমে ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি এডিট করা যাবে। এছাড়া এআই গেমিং কোচ ২.০ এবং এআই আল্ট্রা টাচ কন্ট্রোল ফিচার।

কালার অপশন ও লঞ্চের তারিখ

Realme 15 Pro 5G চারটি কালার অপশনে পাওয়া যাবে – ফ্লোয়িং সিলভার, সিল্ক পার্পেল, ভেলভেট গ্রিন ও সিল্ক পিঙ্ক। ফোনটি ভারতে আগামী ২৪ জুলাই লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও এর দাম কত থাকবে তা এখনও জানা যায়নি।