Jio Recharge Plans: ২০০ টাকার কমে মিলবে ইন্টারনেট ও কলিং, জিওর দুর্ধর্ষ দুই রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রিপেইড প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয়। আপনি যদি সস্তা কোনো রিচার্জ প্ল্যান খোঁজ করে থাকেন তাহলেও সংস্থার পোর্টফোলিওতে বেশ কয়েকটি প্ল্যান রয়েছে। আজ আমরা এই প্রতিবেদনে জিওর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানগুলির বিষয়ে বলবো। এই প্ল্যানগুলির দাম ২০০ টাকারও কম। আসুন এই রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

তবে তার আগে বলি, সম্প্রতি সংস্থাগুলি ট্রাইয়ের পরামর্শ অনুসরণ করে কিছু ভয়েস-অনলি প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানগুলি লম্বা ভ্যালিডিটি এবং কম দামে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়। এই প্ল্যানগুলি আসার পর, জিও বেশ কয়েকটি রিচার্জ প্যাক সরিয়ে নিয়েছে, এর পাশাপাশি ১৮৯ টাকার একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান ফিরিয়েও এনেছে।

জিও-র ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও-র সবচেয়ে সস্তা প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা পাওয়া যাচ্ছে। এর ভ্যালিডিটি ১৪ দিন এবং এখানে ৪জি ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি দৈনিক ডেটা পায়। গ্রাহকদের রোজ ১০০টি এসএমএস দেওয়া হয়। এর সাথে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করতে পারবে। এছাড়াও, জিও অ্যাপগুলি (জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমা) বিনামূল্যে ব্যবহার করা যাবে।

এটি গুরুত্বপূর্ণ যে ৫জি স্মার্টফোন রয়েছে এমন গ্রাহকরাই আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করতে পারবেন। ৫জি ফোনের পাশাপাশি গ্রাহকদের অঞ্চলে ৫জি নেটওয়ার্ক থাকতে হবে।

জিও-র ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও-র এই সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানটি ২৮ দিনের ভ্যালিডিটির সাথে এসেছে। এই প্ল্যানে মোট ২ জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও, ব্যবহারকারীরা মোট ৩০০ টি এসএমএস পাঠাতে পারবেন। এই প্ল্যান রিচার্জ করার পর সব নেটওয়ার্কেই আনলিমিটেড কলিং করা যাবে। এর সাথে ব্যবহারকারীদের জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের অ্যাক্সেস দেওয়া হবে।