স্পেশাল মুনস্টোন কালার অপশনে আসছে Pixel 10 Pro ও Pixel 10 Pro XL

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে চলা ‘Made by Google’ ইভেন্টে লঞ্চ হতে চলেছে Pixel 10 সিরিজ। এই সিরিজের অধীনে বেশ কয়েকটি স্মার্টফোন বাজারে আসবে। তার মধ্যে Pixel 10 Pro মডেলের প্রথম ঝলক আজ গুগল অফিসিয়ালি দেখিয়ে দিল। টিজারে ফোনটিকে ‘মুনস্টোন’ নামের হালকা স্লেট-ব্লু গ্রে রঙে দেখা গেছে। আর ডিভাইসের ডিজাইন অনেকটাই Pixel 9 Pro-এর মতোই। অর্থাৎ ক্যামেরা মডিউলটি সেই চেনা পিল-আকৃতির, যেখানে থাকবে তিনটি ক্যামেরা সেন্সর, এলইডি ফ্ল্যাশ এবং একটি টেম্পারেচার সেন্সর।

Pixel 10 Pro ও Pixel 10 Pro XL এর রেন্ডার ফাঁস হয়েছে

কয়েকদিন আগেই ফাঁস হয়েছে Pixel 10 Pro ও Pixel 10 Pro XL-এর কিছু হাই-রেজোলিউশন রেন্ডার। ছবিগুলি থেকে পরিষ্কার, একাধিক নতুন রঙে বাজারে আসতে চলেছে এই মডেল দুটি। অ্যান্ড্রয়েড হেডলাইনস-এর রিপোর্ট অনুযায়ী, প্রো মডেলটি পাওয়া যাবে জেড, মুনস্টোন, ওবিসিডিয়ান ও পোরসিলিন রঙে।

এরমধ্যে জেড হচ্ছে একরকম হালকা পেস্তাশ বাদামের সবুজ রঙ, পোরসিলিন মানে ধবধবে সাদা, ওবিসিডিয়ান হল ব্ল্যাক, আর মুনস্টোন সম্পর্কে আগেই বলেছি। খুব সম্ভবত একই কালার অপশন সহ আসবে Pixel 10 Pro XL, কারণ ডিজাইন এবং ফিনিশিংয়ে দুই মডেলের মধ্যে বিশেষ পার্থক্য নেই।

Pixel 10 Pro ও Pixel 10 Pro XL এর সম্ভাব্য ফিচার

রিপোর্ট অনুযায়ী, পিক্সেল সিরিজের দুই মডেলেই ব্যবহার করা হবে নতুন ৩ এনএম প্রসেসে নির্মিত টেন্সর জি৫ চিপসেট ও ১৬ জিবি র‌্যাম। স্টোরেজ অপশনের ক্ষেত্রে Pixel 10 Pro মডেলটি ১২৮ জিবি থেকে শুরু করে ৫১২ জিবি পর্যন্ত অপশন সহ পাওয়া যাবে। আর Pro XL মডেলটি আসতে পারে ২৫৬ জিবি, ৫১২ জিবি এমনকি ১ টিবি পর্যন্ত ভ্যারিয়েন্টে।

আর বেস মডেলের সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চি স্ক্রিন এবং পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৪৮৭০ এমএএইচ ব্যাটারি, অন্যদিকে Pixel 10 Pro XL-এ আসবে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে ও শক্তিশালী ৫২০০ এমএএইচ ব্যাটারি।