ডিজাইনে চমক থাকলেও iPhone 17 Air হতাশ করবে এই কারণে, লঞ্চের আগে নয়া তথ্য ফাঁস

অ্যাপল চলতি বছরে নতুন মডেল হিসেবে iPhone 17 Air লঞ্চ করতে চলেছে। এটা হবে সিরিজের সবচেয়ে পাতলা, স্লিম আর স্টাইলিশ ফোন। এতে প্রিমিয়াম টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হবে। তবে ডিজাইনে চমক থাকলেও iPhone 17 Air এর ব্যাটারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটে এর ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস করা হয়েছে, যা দেখে হতাশ হয়েছেন অনেক আইফোন অনুরাগী।
উইবো-তে জনপ্রিয় টিপস্টার, ইনস্ট্যান্ট ডিজিটাল দাবি করেছেন, iPhone 17 Air-এর ব্যাটারি ক্যাপাসিটি থাকবে ৩০০০ এমএএইচ -এরও কম। আর এটি মাত্র ৫.৬৫ মিমি পুরু হবে। মূলত ডিভাইসটিকে পাতলা করতেই ব্যাটারি ক্যাপাসিটি কমাতে বাধ্য হয়েছে অ্যাপল। টিপস্টার আরও বলেছেন তিনি খুব ভুল না হলে আসন্ন এই স্মার্টফোনে ২৮০০ এমএএইচ-এর কাছাকাছি ব্যাটারি থাকবে।
টিপস্টারের দাবি সত্যি হলে, iPhone 17 Air হবে আইফোনের ইতিহাসে অন্যতম ছোট ব্যাটারির ফোন। ২০২১ সালে আসা iPhone 13 মডেলে ছিল ৩,২২৭ এমএএইচ ব্যাটারি, আর iPhone 12 মডেলে ছিল ২,৮১৫ এমএএইচ।
iPhone 17 Air এর অন্যান্য ফিচার
iPhone 17 Air ডিভাইসটি নতুন আইওএস ২৬ কাস্টম স্কিনে চলবে। এতে থাকবে অ্যাডাপ্টিভ পাওয়ার মোড নামের বিশেষ একটি ফিচার, যা কম ব্যাটারিতেও ফোনকে দীর্ঘক্ষণ চলতে সাহায্য করবে। এছাড়া শোনা যাচ্ছে সংস্থাটি iPhone 17 Air-এর জন্য একটি স্পেশাল ব্যাটারি কেস আনতে চলেছে।