Vivo X Fold 5: ডুয়েল সেলফি ক্যামেরা ও ডুয়েল ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল ভিভোর নতুন ফোন

ভিভো আজ ভারতে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 5 লঞ্চ করেছে। এটি Vivo X200 FE-এর সঙ্গে আজ এদেশে এসেছে। নতুন এই ফোল্ডেবল ডিভাইসে ৮.০৩ ইঞ্চি প্রাইমারি ফোল্ডেবল ডিসপ্লে, আর বাইরে ৬.৫৩ ইঞ্চি কাভার স্ক্রিন পাওয়া যাবে। নতুন এই ফোল্ডেবল ডিভাইসে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, ১৬ জিবি র্যাম এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া Vivo X Fold 5 ডিভাইসে তিনটি ৫০ মেগাপিক্সেল সেন্সর উপলব্ধ। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo X Fold 5 এর দাম ও লভ্যতা
ভিভো এক্স ফোল্ড ৫ এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে ১,৪৯,৯৯৯ টাকা। ফোনটির টাইটেনিয়াম গ্রে কালার অপশন এখন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আর ৩০ জুলাই এটি Flipkart ও Vivo-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
Vivo X Fold 5 এর ফিচার ও স্পেসিফিকেশন
ভিভো এক্স ফোল্ড ৫ ডিভাইসে আছে ৮.০৩-ইঞ্চি ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪৮০×২২০০ পিক্সেল। বাইরের কভারে রয়েছে আরও একটি ৬.৫৩-ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন (২৭৪৮×১১৭২ পিক্সেল)। দুটো স্ক্রিনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আর ডিসপ্লেগুলি TÜV Rheinland-এর গ্লোবাল আই প্রোটেকশন ৩.০ ও Zeiss Master কালার সার্টিফিকেশন প্রাপ্ত
পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের সঙ্গে LPDDR5x র্যাম এবং UFS 4.1 স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম স্কিনে।
ফটোগ্রাফির জন্য Vivo X Fold 5 স্মার্টফোনে এফ/১.৫৭ অ্যাপারচার ও OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (Sony IMX882), যা ৩এক্স অপটিক্যাল এবং সর্বোচ্চ ১০০এক্স ডিজিটাল জুমে সাপোর্ট করে এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড Samsung JN1 সেন্সর উপস্থিত।
আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে দুটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা (ভেতরের ও বাইরের স্ক্রিনে)। এতে ভিভো-র এআই ইমেজ স্টুডিও ফিচারও অন্তর্ভুক্ত।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X Fold 5 ডিভাইসে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোল্ডেবল ডিভাইসটি IPX8, IPX9 ও IP5X রেটিং সহ এসেছে।সিকিউরিটির জন্য এতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।