৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরার Samsung ফোন ৬৫০০ টাকার কমে, ৪ বছর পর্যন্ত পাবেন আপডেট

আপনি যদি এই মুহূর্তে Samsung এর কোনো বাজেট রেঞ্জের ফোন খোঁজ করে থাকেন, তাহলে Galaxy M05 বেছে নিতে পারেন। অ্যামাজনে এখন‌ এটি বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, যারপর ডিভাইসটি ৬৫০০ টাকার কমে বাড়ি নিয়ে যেতে পারবেন। আর এই স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা, ফলে ফিচার নিয়ে চিন্তা করতে হবে না। অ্যামাজন Samsung Galaxy M05 ফোনটি সরাসরি ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও নো কস্ট ইএমআই অফার সহ কেনা যাবে।

Samsung Galaxy M05 এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা হলেও, অ্যামাজনে এটি এখন ৬,৪৯৯ টাকায় কেনা যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফারে ১৯৪ টাকা ছাড় দেওয়া হবে। শুধু তাই নয়, যদি আপনার কাছে পুরানো ফোন থাকে, তাহলে ৫,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যেতে পারে। এছাড়া ডিভাইসটি ৬ মাসের নো-কস্ট ইএমআই অপশন সহ কিনে নেওয়া যাবে।

Samsung Galaxy M05 এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এর পিছনে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফি বা ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে দেবে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এম০৫ ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই কোর ৬.০ কাস্টম স্কিনে চলে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর প্রসেসর, যার দুটি কোর ২.০ গিগাহার্টজ এবং অন্যগুলি ১.৮ গিগাহার্টজ স্পিডে কাজ করে। Samsung জানিয়েছে, Galaxy M05 ফোনটি অন্তত ২টি অ্যান্ড্রয়েড আপগ্রেড ও ৪ বছর পর্যন্ত নিয়মিত সিকিউরিটি আপডেট পাবে।