Vivo V60 5G স্পেশাল বেরি পার্পেল কালার অপশনে আসবে, ভারতে পাওয়া যাবে?

অপেক্ষার অবসান! আগামী ১২ আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে Vivo V60 5G। আজ কোম্পানির তরফে এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। যদিও এর আগেই গ্লোবাল মার্কেটে Vivo V60 5G এর জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে ফোনটির গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এছাড়া ডিভাইসটির বিশেষ কালার অপশন সম্পর্কে জানা গেছে। এর আগে ডিভাইসটির বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছিল।

Vivo V60 5G ভারতে লঞ্চ হচ্ছে ১২ আগস্ট

ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে Vivo V60 এর জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখানে আজ স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। ভারতে এটি অসপিসিয়াস গোল্ড, মুনলাইট ব্লু ও মিস্ট গ্রে কালার অপশনে পাওয়া যাবে। যদিও গ্লোবাল মার্কেটে ফোনটি বেরি পার্পেল, ডেজার্ট গোল্ড, মিস্ট গ্রে, ওসান ব্লু ও সামার ব্লু কালার অপশনে এসেছে।

Vivo V60 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, ভিভো ভি৬০ ৫জি মডেলে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। ফোনটি ১২ জিবি ফিজিক্যাল র‌্যাম এবং অতিরিক্ত ১২ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ আসবে।

এর সামনে দেখা যাবে কোয়াড-কার্ভড ডিসপ্লে। আর Vivo V60 5G এর পিছনে ট্রিপল সেটআপ পাওয়া যাবে, যেগুলি হবে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১০x জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের এই স্মার্টফোনে ৬৫০০ এমএএইচ BlueVolt ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে।

গ্লোবাল মার্কেটেও আসছে Vivo V60 5G

ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo V60 5G। গ্লোবাল মার্কেটে এটি এক্সক্লুসিভ বেরি পার্পেল কালার অপশনে পাওয়া যাবে। মালয়েশিয়ায় ফোনটি ‘Kuala Lumpur Fashion Week 2025’-এর সঙ্গে হাত মিলিয়ে লঞ্চ করা হবে। ডিভাইসটির জন্য সংস্থাটি ‘STYLE THAT POPS, TECH THAT SHOWS’ ট্যাগলাইন ব্যবহার করেছে।