শুল্ক বৃদ্ধির জের, iPhone 17 Pro, 17 Pro Max ও 17 Air বেশি দামে লঞ্চ হবে

সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে Apple এর iPhone 17 সিরিজ। অর্থাৎ ফোনগুলি পরের মাসে বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই ডিভাইসগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার এদের দাম সম্পর্কে ধারণা পাওয়া গেছে। Jefferies-এর বিশ্লেষক এডিসন লি দাবি করেছেন, iPhone 17 সিরিজের বিভিন্ন মডেলের দাম বাড়তে পারে প্রায় ৫০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪,০০০ টাকা)। মূলত যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি ও যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে শুল্ক যুদ্ধের কারণে দাম বাড়বে বলে বিশ্লেষক জানিয়েছেন।
iPhone 17 Pro, 17 Pro Max এর দাম (সম্ভাব্য)
লি বলেছেন, আসন্ন iPhone 17 Pro মডেলের দাম শুরু হতে পারে ১,০৪৯ ডলার (প্রায় ৯১,৬০০ টাকা) থেকে, যেখানে আগের iPhone 16 Pro এর মূল্য ছিল ৯৯৯ ডলার (প্রায় ৮৭,৫০০ টাকা)। আর iPhone 17 Pro Max-এর দাম যেতে পারে ১,২৪৯ ডলার পর্যন্ত (প্রায় ১,০৯,০০০ টাকা), যা iPhone 16 Pro Max-এর তুলনায় প্রায় ৮,০০০ টাকা বেশি।
iPhone 17, iPhone 17 Air এর মূল্য (সম্ভাব্য)
এবছর নয়া মডেল হিসেবে আসতে পারে iPhone 17 Air, যা iPhone 16 Plus-এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে। এর প্রারম্ভিক দাম রাখা হতে পারে ৯৪৯ ডলার (প্রায় ৮৩,০০০ টাকা)। যেখানে iPhone 16 Plus বাজারে এসেছিল ৮৯৯ ডলারে (প্রায় ৭৫,৫০০ টাকা)। আর বেস মডেল হিসেবে iPhone 17-এর দাম খুব সম্ভবত আগের মতোই থাকবে, অর্থাৎ ৭৯৯ ডলার (প্রায় ৬৯,৮০০ টাকা)।
লি আরও বলেছেন, চীনের পাশাপাশি ভারতের সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা যন্ত্রাংশের উপরেও অতিরিক্ত শুল্ক বসার সম্ভাবনা রয়েছে। ফলে মডেলগুলির দাম ভবিষ্যতে আরও বাড়তে পারে।
iPhone 17 সিরিজ কখন লঞ্চ হবে
অ্যাপল আইফোন ১৭ সিরিজ আগামী ৮ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হতে পারে। এর পরের সপ্তাহ থেকে স্মার্টফোনগুলি প্রি-অর্ডার করা যাবে এবং প্রায় দু-সপ্তাহ পর থেকে এদের ডেলিভারি শুরু হতে পারে। যদিও অঞ্চল ভেদে ডেলিভারির সময় পরিবর্তিত হতে পারে।
iPhone 17 সিরিজের ফিচার
রিপোর্ট অনুযায়ী, iPhone 17 ও iPhone 17 Air মডেলে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে নতুন A19 চিপ। আর প্রো সিরিজে দেওয়া হবে A19 Pro চিপ। এদিকে বেস মডেলে থাকতে পারে ৮ জিবি র্যাম। আর iPhone 17 Pro, Pro Max ও Air মডেলে ১২ জিবি র্যাম পাওয়া যেতে পারে। ফটোগ্রাফির জন্য প্রো মডেলগুলিতে দেওয়া হতে পারে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ও ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।