৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও অ্যামোলেড ডিসপ্লের Vivo V30 5G বাম্পার ডিসকাউন্টে কিনুন

যদি আপনি এমন কোনো ফোন খুঁজে থাকেন, যার ডিজাইন নজরকাড়া হবে এবং ক্যামেরা আর পারফরম্যান্স থাকবে অসাধারণ, তাহলে Vivo V30 5G আপনার জন্য উপযুক্ত হতে পারে। এই প্রিমিয়াম স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর Vivo V30 5G ডিভাইসটি এখন দারুণ ডিসকাউন্ট আর ইএমআই অফার সহ পাওয়া যাচ্ছে। যার ফলে এই ফোনটি অনেকটাই ভ্যালু ফর মানি হয়ে উঠেছে। আসুন এর উপর কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
Vivo V30 5G এর দাম ও অফার
প্রায় ৩০ শতাংশ ডিসকাউন্টের পর এই ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ফ্লিপকার্টে ২৫,৪৯৯ টাকায় তালিকাভুক্ত। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৭,৪৯৯ টাকা, এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৮,৯৯৯ টাকা। আবার SBI, IDFC, YES ও Federal Bank-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ২০০০ টাকা পর্যন্ত ছাড়। Vivo V30 5G ডিভাইসটি ইএমআই অপশনেও কেনা যাবে।
Vivo V30 5G এর ডিজাইন আর ডিসপ্লে
এই ভিভো স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ আর ব্রাইটনেস ২৮০০ নিটস পর্যন্ত। এর ডিসপ্লের ভিতরে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ
ক্যামেরা
Vivo V30 5G ফোনের অন্যতম আকর্ষণ হল এর ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় অরা লাইট সহ অটোফোকাস সাপোর্ট করবে। আর পিছনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS ও অটোফোকাস সাপোর্ট করবে।
চিপসেট, ব্যাটারি আর সফটওয়্যার
Vivo V30 5G ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম স্কিনে চলবে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।