জলের দরে দুর্দান্ত ট্যাবলেট, রয়েছে 16 জিবি র‍্যাম, 7000mah ব্যাটারি, ও 10 ইঞ্চি ডিসপ্লে

Teclast মূলত তাদের বাজেট-ফ্রেন্ডলি ইলেকট্রনিক্স গ্যাজেটগুলির জন্য পরিচিত। সংস্থাটি এখন তেমনই খুব কম দামের এক Android ট্যাবলেট নিয়ে হাজির হয়েছে। নতুন মডেলটির নাম M50 Plus। এটি M50 সিরিজের চতুর্থ মডেল, কারণ ইতিমধ্যেই M50, M50 Pro এবং M50 Mini লঞ্চ হয়েছে। নতুন ট্যাবলেটের পারফরম্যান্স, কোয়ালিটি, ও প্রাইসের মধ্যে ভারসাম্য বজায় রাখা হয়েছে। চলুন Teclast M50 Plus-এর দাম এবং বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়া যাক।

স্পেসিফিকেশন, ফিচার্স ও দাম

Teclast M50 Plus-এ 10.1-ইঞ্চি সম্পূর্ণ ল্যামিনেটেড IPS ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১৯২০x১০৮০ পিক্সেল। এটি নীল আলোর এক্সপোজার কমাতে TÜV Rheinland সার্টিফায়েড আই প্রোটেকশন অফার করে এবং বিভিন্ন আলোক পরিস্থিতিতে সুস্পষ্ট দৃশ্যমানতার জন্য সর্বাধিক ৩৫০ নিট ব্রাইটনেস সমর্থন করে। ট্যাবে ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে।

ট্যাবটর অভ্যন্তরে MediaTek Helio G85 প্রসেসর এবং Mali-G52 MC2 GPU বর্তমান, যা দৈনন্দিন কাজ বলুন বা গেমিং উভয় ক্ষেত্রে মসৃণ পারফরম্যান্স প্রদান করে। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে এবং স্প্লিট-স্ক্রিন মাল্টিটাস্কিংয়ের জন্য প্যারালাল ভিউ এবং দ্রুত নেভিগেশনের জন্য উন্নত টাস্কবারের মতো ফিচার্স প্রদান করে।

এতে ৬ জিবি র‍্যাম রয়েছে, যা ভার্চুয়ালি ১০ জিবি অর্থাৎ মোট ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আর অ্যাপ এবং মিডিয়ার জন্য ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। ট্যাবের পিছনে ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে। এছাড়া, ডুয়েল চ্যানেল স্পিকার, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ডুয়াল মোড ৪জি সাপোর্ট থাকছে। চীনে এই ট্যাবের দাম ৬২৯ ইউয়ান যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৫০০ টাকা। এটি ভারতে কবে পাওয়া যাবে সেটা এখনও অজানা।