রোজ ৩ জিবি ডেটা সহ আনলিমিটেড 5G ডেটা, Jio-র সেরা তিন রিচার্জ প্ল্যান দেখুন

আপনি যদি রোজ ৩ জিবি ডেটা প্ল্যান খুঁজে থাকেন, তাহলে Jio-এর পোর্টফোলিওতে তিনটি দুর্দান্ত বিকল্প রয়েছে। তবে এটি ৪জি ডেটা, আপনি যদি কোম্পানির ৫জি এলাকায় থাকেন এবং ৫জি ফোন ব্যবহার করে থাকেন তাহলে আনলিমিটেড ৫জি ডেটার সুবিধাও এখানে পাবেন। এর সাথে Jio এই প্ল্যানগুলির সাথে জনপ্রিয় OTT অ্যাপের সাবস্ক্রিপশন এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে। আসুন প্ল্যানগুলির দাম ও বেনিফিট দেখে নেওয়া যাক।

Jio-র প্রতিদিন ৩ জিবি ডেটা প্ল্যান

৪৪৯ টাকার প্ল্যান

এই Jio প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এখানে আপনি রোজ ৩ জিবি ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন। এর সাথে পাওয়া যাবে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়া JioTV এবং JioHotstar-র সাবস্ক্রিপশন মিলবে, যেখানে ওয়েব সিরিজ থেকে লাইভ টিভি, সবই দেখা যাবে।

১১৯৯ টাকার প্ল্যান

আপনি যদি ৮৪ দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন ৩ জিবি ডেটা ব্যবহার করতে চান, তাহলে এই Jio প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এরসাথে পাওয়া যাঊ আনলিমিটেড ৫জি ডেটা। সাথে প্রত্যহ ১০০ এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া JioTv ও JioHotstar অ্যাপ দুটি বিনামূল্যে ব্যবহার করা যাবে।

১৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান

Jio-র এই প্ল্যানেও ৮৪ দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হয়। এখানেও ৫জি ইউজাররা পাবেন আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা। তবে এখানে অতিরিক্ত সুবিধা হিসেবে Netflix (বেসিক) সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
সাথে পাওয়া যাবে JioTV ও JioCinema-র ফ্রি সাবস্ক্রিপশন সহ আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস ব্যবহারের সুবিধা।