iPhone 17 Air: আসছে অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন, ব্যাটারি সহ দাম জেনে নিন

চলতি বছরে আইফোনপ্রেমীদের জন্য বড় চমক হিসেবে আসছে iPhone 17 Air। এটি সিরিজের অন্যান্য মডেলের সাথে ৯-১২ সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হতে পারে। গত কয়েক মাস ধরে এই হ্যান্ডসেট সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে এটি Plus মডেলের পরিবর্তে আসবে। আর iPhone 17 Air লেটেস্ট প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ১২ জিবি র‌্যাম সহ লঞ্চ হবে। আজ আবার ফোনটির ব্যাটারির ছবি ফাঁস হয়েছে।

iPhone 17 Air-এর ব্যাটারি ছবি ফাঁস

ব্লগার ল্যানজুক iPhone 17 Air এর ব্যাটারির ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে, এর ব্যাটারি বড্ড বেশি চিকন এবং এটির আকৃতি ‘L’ এর মতো। এই ব্যাটারি একটি স্টিলের খাপের মধ্যে থাকবে। ব্লগার বলেছেন, এই ব্যাটারি মাত্র ২.৪৯ মিলিমিটার পুরু। যেখানে iPhone 17 Pro-এর ব্যাটারি তুলনায় অনেকটাই মোটা।

উল্লেখ্য, আইফোন ১৭ এয়ার মডেলটি মাত্র ৫.৫ মিলিমিটার পুরু হবে বলে গুঞ্জন রয়েছে। আর তাই যদি হয় তাহলে অ্যাপলের ইতিহাসে এটি সবচেয়ে পাতলা আইফোন হবে। তবে ব্লগার বলেছেন, এত পাতলা হওয়ার অর্থ, ব্যাটারি ক্যাপাসিটির সাথে আপোষ করা। তাই খুব সম্ভবত এতে ২৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা বর্তমানের আইফোন ১৬ প্লাস-এর থাকা ৪৬৭৪mAh ব্যাটারির তুলনায় প্রায় অর্ধেক।

iPhone 17 Air এর ফিচার

পারফরম্যান্সের জন্য iPhone 17 Air মডেলে ব্যবহার করা হবে A19 চিপসেট। এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি OLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

iPhone 17 Air এর দাম

iPhone 17 Air এর দাম ১,২৯৯ মার্কিন ডলার রাখা হতে পারে বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১,০৯,৫০০ টাকা।