30 লাখের সুপারবাইক কিনতে ভারতীয়দের ভিড়, একদিনেই আউট অফ স্টক!

তিরিশ লাখ টাকা দামের সুপারবাইক কিনতে ভিড় জমাল বাইকপ্রেমীরা। অফিসিয়াল লঞ্চের আগে নতুন Ducati Panigale V4-এর প্রথম ব্যাচ এভাবেই সম্পূর্ণ বিক্রি হয়ে গেল। ইতালির বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানটি সোশ্যাল মিডিয়া মারফত এই বিষয়ে ঘোষণা করেছে। উল্লেখ্য, ডুকাটি দুই দিন আগে সুপারবাইকটির বুকিং নেওয়া শুরু করেছিল। আর একদিনের মধ্যেই প্রথম লট আউট অফ স্টক।

ডুকাটি ইন্ডিয়া অবশ্য তাদের বিক্রি করা মোটরবাইকের সঠিক সংখ্যা প্রকাশ করেনি। তবে জানা গিয়েছে, প্রথম লটে Panigale V4 এর পঁচিশ শতাংশ রয়েছে যা সংস্থার ভারতীয় শাখা এই বছর আমদানি করার পরিকল্পনা করেছে। জানিয়ে রাখি, এটি গত বছর উন্মোচিত হয়েছিল। নতুন মডেলে আরও শার্প ও স্পোর্টি স্টাইলিং, নয়া সুইংআর্ম এবং নিউ কালার টিএফটি ডিসপ্লে রয়েছে।

হাই-পারফরম্যান্সের জন্য, Ducati Panigale V4-এ রয়েছে ১,১০৩ সিসি ইঞ্জিন। এটি ১৩,৫০০ আরপিএম গতিতে ২১৪ হর্সপাওয়ার ও ১১,২৫০ আরপিএমে ১২০.৯ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। ইঞ্জিনটি ছয় গতির গিয়ারবক্স ও বি-ডিরেকশনাল কুইকশিফ্টারের সঙ্গে যুক্ত রয়েছে। সাসপেনশনের জন্য ফ্রন্টে Ohlins NPX-30 প্রেসারাইজড ফর্ক এবং পিছনে TTX36 মনোশক আছে।

দামি প্রিমিয়াম বাইক হওয়ার ফলে, একাধিক পাওয়ার মোড (ফুল, হাই, মিডিয়াম, ও লো), ট্র্যাকশন কন্ট্রোল, রাইড মোড, হুইলি কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল সহ নানা ইলেকট্রনিক্স ফিচার্স রয়েছে। এটিই প্রথম সুপারবাইক যা নতুন ব্রেম্বো হাইপিউর ব্রেক ক্যালিপার পেয়েছে। বাইকের সামনে দুটি ডিস্ক ব্রেক এবং পিছনে একটি ডিস্ক ব্রেক বর্তমান। পুরনো Panigale V4-এর এক্স শোরুম মূল্য ছিল প্রায় ২৮ লক্ষ টাকা। নতুন মডেলটি ৩০ লাখের মধ্যে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।