নোকিয়া ব্র্যান্ডের ফোন আর বিক্রি নয়, এদেশ থেকে ব্যবসা গোটাচ্ছে HMD Global

নোকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন ও ট্যাবলেট বিক্রির জন্য পরিচিত ফিনল্যান্ডের কোম্পানি এইচএমডি গ্লোবাল (HMD Global) বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে। তারা আপাতত যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরে দাঁড়াচ্ছে। রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি যুক্তরাষ্ট্রে তাদের অফিসিয়াল ওয়েবস্টোর পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং সব ধরনের ডিভাইস বিক্রিও আপাতত বন্ধ রেখেছে। স্বাভাবিকভাবেই এটা এইচএমডি গ্লোবাল এর জন্য বড় ধাক্কা, কারণ তারা দীর্ঘদিন ধরেই ‘সহজলভ্য এবং নির্ভরযোগ্য ফোন’ বাজারে আনার জন্য জনপ্রিয় ছিল।

যদিও সংস্থাটি ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত নিতে চলেছে তা ব্যাখ্যা করেনি। কেবল তারা জানিয়েছে “চলমান ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা”-র কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তারা। বিশেষজ্ঞদের অনুমান, মূলত যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং বাণিজ্য সম্পর্কিত চাপের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে এইচএমডি গ্লোবাল।

এই মুহূর্তে সংস্থার মার্কিন ওয়েবসাইটে ভিজিট করলে দেখা যাবে ওয়েবস্টোর অংশটি পুরোপুরি অফলাইনে। যদিও এখনও কিছু কিছু প্রোডাক্ট পেজ দেখা যাচ্ছে, তবে “Where to buy” বাটনটি কাজ করছে না এবং সেখানে কেনার বিকল্প কোনো অপশনই নেই। তবে মডুলার ডিজাইনের HMD Skyline এর মতো মডেল এখনও অ্যামাজনের মতো থার্ড পার্টি প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

এদিকে যারা ইতিমধ্যেই HMD-এর কোনও ডিভাইস কিনেছেন, তাদের আশ্বস্ত করে সংস্থাটি জানিয়েছে, ওয়ারেন্টি ও গ্রাহকসেবা পরিষেবা আগের মতোই পাওয়া যাবে এবং তাদের গ্লোবাল কাস্টমার কেয়ার নেটওয়ার্ক এই পরিষেবা দিয়ে যাবে। তবে মার্কিন কর্মীদের ভবিষ্যৎ কী, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি সংস্থাটি।

উল্লেখ্য, ২০১৬ সালে Microsoft থেকে Nokia-র ফিচার ফোন বিভাগের মালিকানা পাওয়ার পর যাত্রা শুরু করে HMD Global। তারা বাজেট ও মিড-রেঞ্জ অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পুরানো নোকিয়া ব্র্যান্ডকে আধুনিক রূপে ফিরিয়ে আনার চেষ্টা করেছে।

২০২৩ সালে তারা নিজেদের নামে ফোন বাজারে আনে, যারমধ্যে রয়েছে HMD Skyline এর মতো রিপেয়ারেবল ফোন এবং Barbie Flip Phone এর মতো অদ্ভুত ডিজাইনের ফ্লিপ ডিভাইস। ভারতেও ব্র্যান্ডটির বেশ কয়েকটি স্মার্টফোন উপলব্ধ।