Vivo Y400 5G আগস্টের শুরুতেই আসছে, ৬০০০mAh ব্যাটারি সহ থাকবে খাস ফিচার

ভারতীয় স্মার্টফোন বাজারে শীঘ্রই বেশ কয়েকটি স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে Vivo। এরমধ্যে চলতি জুলাই মাসের শেষ দিকে আসতে পারে Vivo T4R। আর এর কিছুদিন পরে লঞ্চ হতে পারে Vivo Y400 5G। রিপোর্ট অনুযায়ী, আগস্টের শুরুতে এই ফোনটি ভারতে এন্ট্রি নেবে। আজ ৯১মোবাইলস এর তরফে ডিভাইসটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছে। আসুন Vivo Y400 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Vivo Y400 5G এর ব্যাটারি ও IP রেটিং
রিপোর্টে বলা হয়েছে Y400 5G স্মার্টফোনে IP68/IP69 রেটিং থাকবে, অর্থাৎ ডিভাইসটি ধুলো বা জল থেকে সুরক্ষিত থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
উল্লেখ্য, বাজারে বিদ্যমান Y400 Pro মডেলে ৯০ ওয়াট চার্জিং থাকলেও, ব্যাটারি ক্যাপাসিটি ছিল ৫,৫০০ এমএএইচ। আর প্রো মডেলের জলরোধী ক্ষমতাও কম, কারণ এটি IP66 রেটিং প্রাপ্ত।
Vivo Y400 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
এর আগে Xpertpick তাদের প্রতিবেদনে জানিয়েছিল যে, Vivo Y400 5G স্মার্টফোনের মডেল নম্বর হবে V2506। এই ডিভাইসটি ইতিমধ্যেই Bluetooth SIG, ভারতের BIS সার্টিফিকেশন এবং গুগল প্লে কনসোলের ডেটাবেসে অন্তর্ভুক্ত হয়েছে। এই ফোনে পাওয়া যাবে কার্ভড-এজ ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ফুল এইচডি প্লাস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট।
এটি ৮ জিবি র্যাম সহ পাওয়া যাবে। আর মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া ফোনটি দুটি রঙে আসতে পারে – অলিভ গ্রিন ও গ্লাম হোয়াইট।
যদিও এখনো পর্যন্ত Vivo Y400 5G এর ক্যামেরা ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি। তবে আশা করা যায়, কোনো সার্টিফিকেশন সাইট বা টিপস্টারের মাধ্যমে ফোনটির ক্যামেরা সম্পর্কে জানা যাবে।