দিনের দিনেই পাবেন ডেলিভারি, AC ও এয়ার কুলার অর্ডার করুন এখান থেকে

যেদিন অর্ডার করবেন সেদিনই পাবেন ডেলিভারি। এয়ার কন্ডিশনার এবং এয়ার কুলারের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। ৩০টি শহরে এই পরিষেবা চালু করল টাটা মালিকাধীন কনজিউমার ইলেকট্রনিক্স রিটেল ব্র্যান্ড Croma। কোম্পানি জানিয়েছে, সন্ধ্যা ৬টার আগে অর্ডার করলে একই দিনে ডেলিভারি পাওয়া যাবে।
একই দিনে ডেলিভারি : Croma আনল নতুন অফার
সামনেই আসছে গ্রীষ্মকাল। যে সময়টা বাতানুকূল যন্ত্রের চাহিদা তুঙ্গে থাকে। আর এক্ষেত্রে দুটি পণ্যের সবথেকে বেশি চাহিদা থাকে বাজারে – এয়ার কন্ডিশনার এবং এয়ার কুলার। কোম্পানির দাবি, ক্রেতারা তাদের নিকটতম দোকানে, Croma.com-এ অথবা Tata Neu অ্যাপের মাধ্যমে দ্রুত এবং ঝামেলামুক্ত কেনাকাটা করতে পারবেন।
এই পরিষেবাটি বর্তমানে নির্বাচিত পিনকোডে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, বরোদা, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি-সহ আরও অনেক শহর। ইনফিনিটি রিটেইল লিমিটেড (ক্রোমা) এর সিইও শিবাশিষ রায় এই বিষয়ে বলেন, “যত গরম পরা শুরু হচ্ছে, ক্রোমাকে আপনাদের আরও কাছে আনার আমাদের প্রচেষ্টার অংশ হিসেবে একই দিনে এসি এবং এয়ার কুলারের ডেলিভারি প্রদান করা হচ্ছে।”
কোন কোন শহরে মিলবে এই সুবিধা?
আপাতত ৩০টি শহরে একই ডেলিভারি দেওয়ার পরিষেবা চালু করেছে ক্রোমা। এগুলি হল –
আহমেদাবাদ, আওরঙ্গবাদ, বরোদা, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, চিকালথানা, কোয়েম্বাটোর, দিল্লি, ফরিদাবাদ, গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা (গ্রেটার নয়ডা সম্প্রসারণ + নয়ডা), গুরুগ্রাম, হায়দরাবাদ, ইন্দোর, জয়পুর, কল্যাণ ডোম্বিভালি, কামোথে, লখনউ, মোহালি, মুম্বই, নাসিক, নবি মুম্বই, পঞ্চকুলা পুনে, রাজকোট রেডহিল, চেন্নাই, সেকান্দারাবাদ সিংহগড় পুনে, সুরাট, তালেগাঁও, পিম্প্রি, থানে বনস্থলীপুরম এবং ভান্ডালুর।