৬৪ মেগাপিক্সেল ক্যামেরার Tecno Pova Curve 5G ভারতে নতুন কালার অপশনে লঞ্চ হচ্ছে

চলতি বছরের ২৯ মে ভারতে লঞ্চ হয়েছিল Tecno Pova Curve 5G। তখন ফোনটি তিনটি আকর্ষণীয় কালার অপশনে এসেছিল – গিক ব্ল্যাক, ম্যাজিক সিলভার ও নিয়ন সায়ান। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, স্মার্টফোনটি এবার নতুন কালার অপশনে পাওয়া যাবে।Tecno সম্প্রতি ‘X’ প্ল্যাটফর্মে এই নতুন ভ্যারিয়েন্টটির একটি ছবিও শেয়ার করেছে। সেখানে ফোনটিকে উজ্জ্বল অরেঞ্জ কালার অপশনে দেখা গেছে। যদিও এই কালার অপশনের অফিসিয়াল নাম জানানো হয়নি।

Tecno Pova Curve 5G আসছে সাইবার অরেঞ্জ কালার অপশনে

কোম্পানির তরফে নিশ্চিত না করা হলেও, টিপস্টার পারস গুগলানির দাবি, Tecno Pova Curve 5G এর নতুন কালার অপশনের নাম রাখা হবে “সাইবার অরেঞ্জ”। আসন্ন মডেলটি নতুন প্রজন্মকে আকৃষ্ট করবে। তবে নতুন কালার ছাড়া এই ভ্যারিয়েন্টের ফিচার বা স্পেসিফিকেশনে পরিবর্তন দেখা যাবে না।

Tecno Pova Curve 5G-এর দাম ও ফিচার

ভারতে লঞ্চের সময় টেকনো পোভা কার্ভ ৫জি এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৫,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এটি Flipkart থেকে কেনা যাবে।

ফিচারের কথা বললে, এতে আছে ৬.৭৮ ইঞ্চি ১৪৪ হার্টজ কার্ভড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর। পিছনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।