১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা স্মার্টফোন, Amazon Prime Day সেলে দারুন অফার

১২ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে অ্যামাজন প্রাইম ডে সেল। আর এই সেলের অফারগুলি দেখে সত্যিই চোখ কপালে ওঠার জোগাড়। একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন এই সেলে বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। বিশেষ করে যারা ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার কোনো 5G স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য এই সেলে রয়েছে আকর্ষণীয় অফার। এই প্রতিবেদনে আমরা ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার তিনটি জনপ্রিয় ফোনের বিষয়ে বলবো, যেগুলি Amazon Prime Day সেলে সস্তায় কিনতে পারবেন।

Infinix Note 40 5G

ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনটি এখন অ্যামাজন প্রাইম সেলে মাত্র ১৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। যদিও ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাসের মাধ্যমে এই দাম আরও কমানো যাবে। এই স্মার্টফোনে আছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এতে পাওয়া যাবে ১২০ হার্টজ অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।

TECNO POVA 6 NEO 5G

সেলে টেকনো পোভা ৬ নিও ৫জি এর দাম মাত্র ১২,৯৯৮ টাকা, তবে ডিসকাউন্ট কুপন বা ব্যাঙ্ক অফারে দাম আরও কমানো যাবে। ডিভাইসটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনে কেনা যাবে। এই স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, IP54 রেটিং ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Infinix Note 40 Pro 5G

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি অ্যামাজনে এখন ১৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই ফোনের সবচেয়ে বড় ইউএসপি হল এর কার্ভড ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। সাথে পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য এতে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।