অত্যন্ত জরুরি, Samsung Galaxy সিরিজের এই জনপ্রিয় ফোনে এল সিকিউরিটি আপডেট

Samsung তাদের গ্যালাক্সি A সিরিজের নতুন স্মার্টফোন Galaxy A56-এর জন্য একটি নতুন সফটওয়্যার আপডেট নিয়ে এল। এই আপডেটে ডিভাইসটি জুলাই ২০২৫-এর সিকিউরিটি প্যাচ পাবে। ফলে ফোনটির সিস্টেম আরও শক্তিশালী হবে। আপাতত মডেল নম্বর Samsung Galaxy A56 এর গ্লোবাল ভার্সনে এই আপডেট এসেছে, যার মডেল নম্বর SM-A566B। নতুন এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন হল A566BXXS5AYFB। তবে মনে রাখবেন, নতুন আপডেটটি ধাপে ধাপে রোলআউট করা হচ্ছে, তাই সমস্ত স্মার্টফোনে আসছে কিছুটা দেরি হবে।

তাই আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন এবং আপডেট এসেছে কিনা চেক করতে চান, তাহলে Settings » Software update » Download and install অপশনে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়া চাইলে স্যামসাং-এর অফিসিয়াল ফার্মওয়্যার ডেটাবেস থেকেও ফাইল ডাউনলোড করে Odin টুলের মাধ্যমে ম্যানুয়ালি ইনস্টল করতে পারবেন।

তবে যারা প্রযুক্তিগত ভাবে খুব একটা সাবলীল নন, তাদের উচিত সরাসরি OTA (ওভার-দা-এয়ার) আপডেটের জন্য অপেক্ষা করা। ইউরোপিয়ান ভ্যারিয়েন্টে এই আপডেট কবে আসবে, তা এখনও না জানা গেলেও, খুব দেরি হবে না বলেই মনে হয়।

এদিকে, সম্প্রতি Samsung Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7 ও Galaxy Z Flip 7 FE মডেলে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮.০ এর স্টেবল ভার্সন এসেছে। এরপর ধীরে ধীরে অন্যান্য ফোনেও এই আপডেট আসতে শুরু করবে। Samsung Galaxy A56 ডিভাইসটিও এই লিস্টে আছে। আশা করা যায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই মডেলটিও এই বড় আপডেট পাবে।