Motorola Edge 60 Pro নবরুপে বাজারে হাজির, লঞ্চ হল Walnut Finish কালার অপশন

Motorola Edge 60 Pro ফোনের নতুন কালার অপশন ভারতে এল। গত এপ্রিল মাসে লঞ্চের সময় ডিভাইসটি প্যানটোন ড্যাজলিং ব্লু, ফ্যানটোন শ্যাডো এবং প্যানটোন স্পার্কলিং গ্রেপ কালার অপশন সহ এসেছিল। তবে আজ থেকে ফোনটি নতুন ওয়ালনাট ফিনিশ (Walnut Finish) কালার অপশনে পাওয়া যাবে, যার ডিজাইনে রয়েছে কাঠের মতো টেক্সচার। চীনে এই মডেলটি কিছুদিন আগে লঞ্চ হয়েছে, এখন এটি ভারতের বাজারেও এল। তবে নতুন রঙে এলেও মডেলটির ফিচার আগের মতোই রাখা হয়েছে।
Motorola Edge 60 Pro এর Walnut Finish কালার অপশনের দাম ও সেলের তারিখ
Motorola Edge 60 Pro এর ওয়ালনাট ফিনিশ কালার অপশন আজ ২৫ আগস্ট ২০২৫ থেকে কেনা যাবে। ই-কমার্স সাইট Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর বিক্রি শুরু হবে। আর আগের মতোই এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। আবার এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে ৩২,৯৯৯ টাকা ও ৩৭,৯৯৯ টাকা।
Motorola Edge 60 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
মোটোরোলা এজ ৬০ প্রো ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মালি জি-৬১৫ এমসি৬ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম চিপসেট। এটি LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। মোটোরোলা জানিয়েছে, এতে তিন বছর ধরে ওএস আপডেট ও চার বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ পাবে।
Motorola Edge 60 Pro এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি কোয়াড কার্ভড পিওএলইডি প্যানেল, যার রেজোলিউশন ১.৫কে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৪০০ নিট। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ৭আই দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল Sony LYT700C OIS প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (৩x জুম সহ) উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ সেল দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইপি৬৮/৬৯ রেটিং ও মিলিটারি-গ্রেড MIL-STD 810H সার্টিফিকেশন।