Honor Magic V Flip 2 আগামীকাল ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও কিউট পেট থিম সহ লঞ্চ হচ্ছে

আগামীকাল ২১ আগস্ট চীনে লঞ্চ হতে চলেছে Honor Magic V Flip 2। ইতিমধ্যেই এই ফ্লিপ ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এছাড়া কোম্পানির তরফেও ডিভাইসটির মুখ্য ফিচার টিজ করা হয়েছে। জানা গেছে, Honor Magic V Flip 2 মডেলটি ড্রিমউইভার ব্লু, ডন পার্পেল, মুনলাইট হোয়াইট‌ ও টাইটানিয়াম গ্রে কালার অপশনে আসবে। আসুন এই ফ্লিপ ফোন সম্পর্কে কি কি তথ্য ফাঁস হয়েছে জেনে নেওয়া যাক।

Honor Magic V Flip 2 এর নতুন টিজার থেকে কি কি জানা গেল

অনারের লেটেস্ট টিজার ভিডিও থেকে জানা গেছে যে, Magic V Flip 2 ফ্লিপ ফোনে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা পাওয়া যাবে। কোম্পানির দাবি, এই ক্যামেরা প্রতিটি মুহূর্তকে নিখুঁতভাবে ধরে রাখতে পারবে। এতে কিউট পেট থিম এবং ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিন থাকবে।

ক্যামেরা ও ডিসপ্লে

ফটোগ্রাফির জন্য অনার ভি ফ্লিপ ৫ ডিভাইসে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হবে। তবে জানা গেছে স্মার্টফোনটির ডিসপ্লে তৈরি করা হচ্ছে অত্যন্ত টেকসই UTG গ্লাস দ্বারা।

ব্যাটারি ও চার্জিং সাপোর্ট

পাওয়ার ব্যাকআপের জন্য ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর ব্যাটারি দীর্ঘ সময় ধরে ব্যাকআপ দেবে। আর ব্যাটারিটি দ্রুত চার্জও হয়ে যাবে।