মিড রেঞ্জে আসছে iQOO Z10 Turbo+, পাওয়ারফুল প্রসেসর সহ থাকবে ৮০০০mAh ব্যাটারি

শীঘ্রই বাজারে আসছে iQOO Z10 Turbo+ স্মার্টফোন। আজ চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবো-তে কোম্পানির তরফে এই ঘোষণা করা হয়েছে। যদিও এর লঞ্চের তারিখ এখনও জানানো হয়নি। তবে ইতিমধ্যেই ফোনটির প্রসেসর ও ব্যাটারি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এমনকি iQOO Z10 Turbo+ এর ক্যামেরা ফিচার সম্পর্কেও জানা গেছে। ফাঁস হওয়া স্পেসিফিকেশন দেখে বলা যায়, ডিভাইসটির দাম ৩০,০০০ টাকার কাছাকাছি থাকবে।
iQOO Z10 Turbo+ হবে সিরিজের তৃতীয় মডেল
ইতিমধ্যেই Z10 Turbo সিরিজের অধীনে আইকো দুটি মডেল লঞ্চ করেছে Z10 Turbo ও Z10 Turbo Pro। এর মধ্যে প্রথম মডেলে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ প্রসেসর। আর প্রো মডেল এসেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসরের সাথে। প্লাস মডেলটি এই সিরিজের তৃতীয় মডেল হবে।
iQOO Z10 Turbo+ এর সম্ভাব্য ফিচার
জানা গেছে Z10 Turbo+ ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৮,০০০ এমএএইচ ব্যাটারি। সম্প্রতি ডিভাইসটি Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে Vivo V2507A মডেল নম্বর উপস্থিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে। আর স্মার্টফোনটি ১৬ জিবি পর্যন্ত র্যাম সহ পাওয়া যেতে পারে। বেঞ্চমার্ক সাইটে ডিভাইসটি সিঙ্গেল কোর টেস্টে ২১৯৬ এবং মাল্টি কোর টেস্টে ৮৯০৭ স্কোর করেছে।
এর আগে সামনে এসেছিল যে, আইকো জেড১০ টার্বো প্লাস মডেলে থাকতে পারে ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
তবে ফিচার সামনে এলেও ফোনটির দাম এখনও জানা যায়নি। তবে আমাদের বিশ্বাস এটি মিড রেঞ্জে আসবে। আশা করা যায় কিছুদিনের মধ্যে এর লঞ্চের তারিখও জানা যাবে।