Xiaomi 15 বনাম OnePlus 13: চাবুক দুই প্রিমিয়াম ফোনের মধ্যে পারফরম্যান্সে এগিয়ে কোনটা

ভারতে সদ্য লঞ্চ হয়েছে Xiaomi 15। এই স্মার্টফোন টেক্কা দেবে OnePlus 13-কে। দেশে শাওমি ১৫ এর দাম ৬৪,৯৯৯ টাকা থেকে শুরু। আর ওয়ানপ্লাসের ডিভাইসটির দাম ৬৯,৯৯৯ টাকা। দুই ফোনে রয়েছে একই প্রসেসর – কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলাইট চিপসেট। এরপরও গেমিং, পারফরম্যান্স ও সার্বিক ভাবে এগিয়ে কোন স্মার্টফোন চলুন জেনে নেওয়া যাক।

Geekbench

শাওমি ১৫ এবং ওয়ানপ্লাস ১৩ দুই ফোনেই রয়েছে একই প্রসেসর। তাই স্কোর প্রায় এক। হেরফের নেই বললেই চলে। শাওমি ১৩ এর গিকবেঞ্চ স্কোর ৩০৪৭ আর ওয়ানপ্লাস ১৫ এর ৩০৪৯।

AnTuTu

AnTuTu স্কোরের ক্ষেত্রে ফারাক রয়েছে। Xiaomi 15 এর স্কোর যেখানে ২,৫৭৭,৩৮৮, সেখানে OnePlus 13 এর স্কোর ২,৬৮৯,৬২৫। AnTuTu একটি স্মার্টফোনের CPU, GPU, মেমরি এবং সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতা মূল্যায়ন করে। যত বেশি স্কোর হয় ততো ভালো।

CPU Throttle

তীব্র লোডের মধ্যে ফোনের ক্ষমতা কেমন তা মূল্যায়ন করার জন্য, CPU থ্রটল পরীক্ষা করা হয়। Xiaomi 15 এর তুলনায় ভালো টেকসই পারফরম্যান্সের জন্য এগিয়ে OnePlus 13। তীব্র লোডে ওয়ানপ্লাসের থ্রুটল ৪৬.২% আর শাওমির থ্রুটল ৪২.৭%।

Gaming

COD: মোবাইল, BGMI, এবং রিয়েল রেসিং ৩ এর মতো গেম, উভয় ফোনেই ৩০ মিনিটের জন্য উচ্চ গ্রাফিক্স সেটিংসে পরীক্ষা করা হয়। উভয় হ্যান্ডসেটে সর্বোচ্চ সম্ভাব্য গ্রাফিক্স সেটিংস সহ। প্রায় ৯০ মিনিটের গেমিংয়ের পর ওয়ানপ্লাস ১৩, শাওমির তুলনায় ঠান্ডা ছিল। শাওমি ১৫ এর তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, সেখানে ওয়ানপ্লাস ১৩ এর তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।