Android Phone Dialer: কেন হঠাৎ বদলে গেল ফোনের কলিং স্ক্রিন? জেনে নিন আসল কারণ

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুরের মধ্যে বহু অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তাদের ফোনের ডায়লার অ্যাপ হঠাৎ বদলে গেছে। যদিও তারা কোনো আপডেট ইনস্টল করেননি না কোনো নোটিফিকেশন পাননি। ফলে স্বাভাবিকভাবে অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি শেয়ার করেছেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি, এটি গুগলের নতুন ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ রিডিজাইনের অংশ। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে এই রিডিজাইন দেখা যাবে। গুগলের অন্যান্য অ্যাপ, যেমন গুগল মেসেজেস, কনট্যাক্টস, জিমেইল এবং ফটোস অ্যাপেও শীঘ্রই পরিবর্তন নিয়ে আসা হবে।
ফোনের ডায়লার অ্যাপের ডিজাইনে পরিবর্তন
পরিবর্তনের পর ফোনের ডায়লার অ্যাপে এখন আর আগের মতো গ্রুপভিউতে কল লগ দেখানো হচ্ছে না। এখন প্রতিটি কল আলাদা করে লিস্ট আকারে দেখা যাচ্ছে। কল হিস্ট্রি এবং ফেভারিটস মিলিয়ে একত্রে রাখা হয়েছে Home ট্যাবে। এর সাথে এসেছে নতুন ফিল্টার সিস্টেম। ব্যবহারকারীরা মিসড, স্প্যাম বা কনট্যাক্ট কলগুলি আলাদা ক্যাটেগরিতে সহজেই চিহ্নিত করতে পারবেন।
ইন-কল স্ক্রিনেও বেশ কিছু বড় পরিবর্তন এসেছে। কল ধরার কিংবা কেটে দেওয়ার জন্য নতুন জেসচার সিস্টেম যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা চাইলে ট্যাপ বা সুইপ, দুটো অপশনের মধ্যে থেকে বেছে নিতে পারবেন। একই সঙ্গে কল ম্যানেজ করার জন্য বড়, গোলাকার ও আয়তাকার বাটন যোগ করা হয়েছে।
হঠাৎ ডায়লার অ্যাপের পরিবর্তনে অবাক ব্যবহারকারীরা
মজার বিষয় হল, ডায়লার অ্যাপের ডিজাইন পরিবর্তন করতে ব্যবহারকারীদের কোনো আপডেট ডাউনলোড ও ইনস্টল করতে হয়নি। গুগল সার্ভার-সাইড অ্যাক্টিভেশনের মাধ্যমে এটি চালু করা করেছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, ইন্টারনেট কানেক্টিভিটি অন করতেই হঠাৎ নতুন ইন্টারফেস দেখতে পান তারা। স্বাভাবিকভাবেই তারা এই ঘটনায় অবাক হয়েছেন।
কেন এই রিডিজাইন করা হল
গুগল তাদের ব্লগে লিখেছে, এই পরিবর্তন হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। কোম্পানি ১৮ হাজারেরও বেশি ব্যবহারকারীর ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। গবেষণায় দেখা গেছে, এক্সপ্রেসিভ ডিজাইন ব্যবহার করলে মানুষ প্রয়োজনীয় বাটন ও তথ্য দ্রুত চিনে নিতে পারছেন।