মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করতে আগস্টে আসছে TVS Apache RTX 300 রোড ট্যুরার বাইক

আগস্ট মাসে অ্যাডভেঞ্চার বাইকের দুনিয়ায় এন্ট্রি নিতে চলেছে TVS Apache RTX 300। প্রথমবার এই সেগমেন্টে পা রাখতে চলেছে কোম্পানিটি। গত বছর থেকে এই বাইকটির কথা সামনে আসছিল। এতে ৩০০সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন থাকবে বলে জানা গিয়েছে। সম্প্রতি TVS এই নতুন ইঞ্জিনের উপর থেকে পর্দা সরিয়েছে। সেইসঙ্গে, ২০২৫ সালের অটো এক্সপো-তেও TVS Apache RTX 300 এথ এক ঝলক দেখানো হয়েছিল।
TVS Apache RTX 300 হবে রোড ট্যুরার বাইক
পরীক্ষার সময় একাধিকবার রাস্তায় দেখা গেছে টিভিএস এর এই নতুন বাইকটিকে। যেখান থেকে স্পষ্ট এটি যত না অফ-রোডার, তার থেকে অনেক বেশি রোড ট্যুরার। এই বাইকে থাকবে ১৯-১৭ ইঞ্চির অ্যালয় হুইল, রোড-বায়াসড টায়ার এবং লিমিটেড সাসপেনশন ট্র্যাভেল। এর সাথে পাওয়া যাবে উঁচু উইন্ডস্ক্রিন, চওড়া সিট আর আপরাইট রাইডিং পজিশন।
TVS Apache RTX 300 এর ইঞ্জিন
Apache RTX 300 বাইকে পাওয়া যাবে কোম্পানির নিজস্ব সম্পূর্ণ নতুন ২৯৯ সিসির RTX D4 ইঞ্জিন। এই কারণে তারা BMW-র ৩১২সিসি ইঞ্জিনটি আর না ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন ইঞ্জিনটি ৩৫ বিএইচপি পাওয়ার ও ২৮.৫ এনএম টর্ক জেনারেট করতে। সঙ্গে থাকবে সিক্স-স্পিড গিয়ারবক্স ও অ্যাসিস্ট-স্লিপার ক্লাচ। বাইকের ফ্রেম হিসেবে ব্যবহার করা হবে ট্রেলিস ফ্রেম।
TVS Apache RTX 300 এর ফিচার
আপকামিং এই টিভিএস বাইকে রঙিন TFT স্ক্রিন, মাল্টিপল রাইডিং মোড, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল এবং এবিএস পাওয়া যাবে।
TVS Apache RTX 300 এর প্রতিদ্বন্দ্বী
দামের দিক থেকে RTX 300-এর জায়গা হতে পারে KTM 250 অ্যাডভেঞ্চার আর Royal Enfield Himalayan 450-এর মাঝখানে। ফলে মধ্যবিত্ত অ্যাডভেঞ্চার-প্রেমীদের জন্য এটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।
Photo Credit: bikewale