ইন্টারনেট বেশি ব্যবহার করেন? ৫০০ টাকার কমে Jio, Airtel ও Vi দিচ্ছে ১০০ জিবি ডেটা

বর্তমানে মোবাইল ডেটার প্রয়োজনীয়তা বাড়ায় মোবাইল অপারেটররা সাশ্রয়ী মূল্যে প্রচুর ডেটা অফার করছে। তাই যদি আপনি কম খরচে দৈনিক বেশি ডেটা অফারকারী কোনো প্ল্যান খোঁজ করে থাকেন, তাহলেও Jio, Airtel এবং Vi এর কাছে বিকল্পের অভাব নেই। এখানে আমরা তিন টেলিকম সংস্থার ৫০০ টাকার কমে জনপ্রিয় কিছু ডেটা প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি।

Vi এর ৪৪৮ টাকার ডেটা প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ৪৪৮ টাকার প্যাকটি ৫৬ দিনের ভ্যালিডিটি সহ ১০০ জিবি ডেটা অফার করে। প্ল্যানটি দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত ডেটা প্রয়োজন এমন গ্রাহকদের জন্য উপযুক্ত।

Vi এর ৩৪৮ টাকার ডেটা প্ল্যান

এই প্যাক রিচার্জ করলে ২৮ দিনের ভ্যালিডিটি সহ ৫০ জিবি ডেটা পাওয়া যায়।

Airtel এর ৪৫১ টাকার ডেটা প্ল্যান

এয়ারটেলের ৪৫১ টাকার প্যাকটি ৩০ দিনের ভ্যালিডিটি অফার করে। এখানে ৫০ জিবি ডেটা পাওয়া যায়। এখানে ৩ মাসের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত।

Airtel এর ৩৬১ টাকার ডেটা প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানটি ৩০ দিনের ভ্যালিডিটি সহ ৫০ জিবি ডেটা ব্যবহার করতে দেয়। এই ডেটা শেষ হয়ে গেলে এমবি প্রতি ৫০ পয়সা চার্জ দিতে হবে।

Jio এর ৩৫৯ টাকার ডেটা প্ল্যান

জিওর ৩৫৯ টাকার ডেটা প্যাকে ৩০ দিনের ভ্যালিডিটি সহ ৫০ জিবি ডেটা উপভোগ করা যায়।

Jio এর ২৮৯ টাকার ডেটা প্যাক

এই প্যাকটি ৩০ দিনের ভ্যালিডিটি সহ ৪০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে দেয়। ডেটা শেষ হয়ে গেলে স্পিড ৬৪ কেবিপিএস হয়ে যায়।

Jio এর ২১৯ টাকার ডেটা প্যাক

জিওর ২১৯ টাকার প্যাকটির ভ্যালিডিটি ৩০ দিন, এখানে ৩০ জিবি ডেটা পাওয়া যায়।