২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Vivo X300 সিরিজ, থাকছে ডাইমেনসিটি ৯৫০০ চিপ

কয়েক মাসের মধ্যে বাজারে আসবে Vivo X300 সিরিজের ফোন। ইতিমধ্যেই এই সিরিজের বিভিন্ন ডিভাইস সম্পর্কে নানারকম তথ্য সামনে এসেছে। আজ আবার চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, X300 সিরিজে থাকবে মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট। যেখানে আগের সিরিজে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ সিরিজের প্রসেসর। এছাড়া Vivo X300 সিরিজে আপগ্রেড ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে বলে টিপস্টার দাবি করেছেন। আসুন টিপস্টার কি কি বলেছেন জেনে নেওয়া যাক।
Vivo X300 সিরিজে থাকবে নতুন Sony ক্যামেরা সেন্সর
ভিভো এক্স২০০ সিরিজে ছিল ৫০ মেগাপিক্সেল Sony LYT-818 ক্যামেরা সেন্সর। তবে ভিভো এক্স৩০০ সিরিজে থাকবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যার সেন্সর সাইজ হবে ১/১.৪ ইঞ্চি। এত বড় লেন্স আর বেশি রেজোলিউশনের ক্যামেরা ব্যবহার করার অর্থ ভিভো এবার মোবাইল ফটোগ্রাফির উপর জোর দিচ্ছে।
যদিও এর আগে শোনা গিয়েছিল ভিভো এক্স৩০০ সিরিজে নতুন ৫০ মেগাপিক্সেল LYT-828 সেন্সর (১/১.২৮ ইঞ্চি) দেওয়া হবে। যদিও সেই দাবি একপ্রকার উড়িয়ে দিয়েছেন ডিজিটাল চ্যাট স্টেশন। তার বদলে তিনি জানিয়েছেন, বেস মডেলে প্রাইমারি সেন্সরের পাশাপাশি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল IMX882 ৩এক্স টেলিফটো ক্যামেরা থাকবে। এর সঙ্গে নতুন অপটিক্যাল ফোকাস প্রিজম মডিউল দেওয়া হবে। যদিও এই ফিচারটি ঠিক কীভাবে কাজ করবে, সেটা এখনও পরিষ্কার নয়।
জানিয়ে রাখি, Vivo X200 ও X200 Pro Mini মডেলে আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা ছিল, নতুন সিরিজেও প্রায় একই লেন্স থাকছে, যদিও এবার X300 সিরিজে ‘Pro Mini’ মডেলটা হয়তো আর আলাদাভাবে আসবে না। বরং, বেস মডেল অর্থাৎ X300 -তে প্রো মিনির অতিরিক্ত ফিচারগুলি যুক্ত করা হবে। রিপোর্ট অনুযায়ী, এতে ৬.৩ ইঞ্চি ১২০ হার্টজের OLED ডিসপ্লে, ৩ডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, আর IP68 এবং IP69 রেটিং থাকবে।