লঞ্চের আগে Samsung Galaxy A07 উপস্থিত হল Google Play Console -এ, ফাঁস হল ফিচার

Samsung শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের নতুন বাজেট ফোন Galaxy A07। ভারত, রাশিয়া সহ কোম্পানির বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এর সাপোর্ট পেজ লাইভ হয়েছে। কিছুদিন আগে এটি ভারতের BIS সার্টিফিকেশন সাইট, Bluetooth SIG এবং Geekbench‌ সাইটেও উপস্থিত হয়েছে। আজ আবার Samsung Galaxy A07 স্মার্টফোনকে Google Play Console এর ডেটাবেসেও খুঁজে পাওয়া গেছে। এখান থেকে হ্যান্ডসেটটির মুখ্য স্পেসিফিকেশন এবং ডিজাইন সামনে এসেছে।

Samsung Galaxy A07 অন্তর্ভুক্ত হল Google Play Console -এ

গুগল প্লে কনসোল থেকে জানা গেছে, Galaxy A07-এর মডেল নম্বর SM-A075F। যেখানে ব্লুটুথ এসআইজি থেকে সামনে এসেছে Galaxy M07 এর মডেল নম্বর SM-M075F। মডেল নম্বরে এত মিল থাকার অর্থ ডিভাইস দুটির ফিচার একই থাকবে। স্যামসাং এর আগেও A ও M সিরিজের স্মার্টফোন রিব্রান্ডিং করে বাজারে এনেছে।

Samsung Galaxy A07 এর ফিচার

গুগল প্লে কনসোল থেকে নিশ্চিত হওয়া গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এ০৭ ফোনে থাকবে এইচডি প্লাস রেজোলিউশনের (৭২০ x ১৬০০ পিক্সেল) ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। স্বাভাবিকভাবেই এতে One UI কাস্টম স্কিন পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট (মডেল নম্বর MT6789V/DC) ব্যবহার করা হবে। আর হ্যান্ডসেটটি ৬ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে।

এর সামনে দেখা যাবে ওয়াটারড্রপ-নচ ডিসপ্লে এবং পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ। এছাড়া Galaxy A06-এর মতো এই ফোনেও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। যদিও Samsung Galaxy A07 এর ক্যামেরা সেন্সর, ব্যাটারি ক্যাপাসিটি বা চার্জিং স্পিড সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।