১৫ থেকে ১৮ হাজার টাকার মধ্যে Samsung, OnePlus ও Realme-র ফোনে দারুন অফার

যদি আপনি নতুন স্মার্টফোন কিনতে চান এবং বাজেট ১৫ থেকে ১৮ হাজার টাকার মধ্যে থাকে, তাহলে এখনই কিনে নিন। আসলে চলমান অ্যামাজন প্রাইম ডে সেলে কিছু জনপ্রিয় ব্র্যান্ডের ফোন বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ১৪ জুলাই পর্যন্ত চলা এই সেলে Samsung, Realme আর OnePlus এর বেশ কিছু মডেল কুপন ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাস সহ পাওয়া যাচ্ছে। তবে এক্সচেঞ্জ অফার কতটা ছাড় পাওয়া যাবে সেটা নির্ভর করবে আপনার পুরোনো ফোনের ব্র্যান্ড, অবস্থা এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির ওপর।
Realme Narzo 80 Pro 5G
অ্যামাজন প্রাইম ডে সেলে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কম দামে কেনার সুযোগ আছে। এর দাম ১৮,৯৯৮ টাকা হলেও সেল উপলক্ষে পাওয়া যাচ্ছে ১,৫০০ টাকার কুপন ডিসকাউন্ট, সঙ্গে ৯৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এর পাশাপাশি পুরানো ফোন এক্সচেঞ্জ করলে বাড়তি ছাড়ও পাওয়া যাবে। এই ডিভাইসে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও IP69 রেটিং।
OnePlus Nord CE 4 Lite 5G
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি এর দাম ১৭,৯৯৬ টাকা হলেও। অ্যামাজন প্রাইম ডে সেলে স্মার্টফোনটি ১,২৫০ টাকার পর্যন্ত ব্যাঙ্ক অফার ও ৮৯৯ টাকা ক্যাশব্যাক অফার সহ কেনা যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ১৭,০৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। ফিচার হিসেবে এই ফোনে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি বড় ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি।
Samsung Galaxy M36 5G
স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫ছি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে মাত্র ১৭,৪৯৯ টাকায়। এর সাথে মিলবে ৫০০ টাকা কুপন ডিসকাউন্ট ও ১,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার। এছাড়াও সর্বোচ্চ ৮৭৪ টাকা ক্যাশব্যাক এবং দারুণ এক্সচেঞ্জ বোনাসও আদায় করে নেওয়া যেতে পারে। এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ ও ৬.৭ ইঞ্চি সুপার AMOLED+ ডিসপ্লে উপস্থিত।