OnePlus 13 ফোনে এল নতুন আপডেট, উন্নত ক্যামেরা সহ পাবেন স্মার্ট AI টুলস ও আরও অনেক কিছু

সফটওয়্যার আপডেট দেওয়ার ক্ষেত্রে OnePlus বরাবরই তাদের ব্যবহারকারীদের নিরাশ করেনা। এবারও তার ব্যতিক্রম হল না। সংস্থাটি সম্প্রতি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13-এর জন্য ColorOS 15.0.0.840 আপডেট রোলআউট করেছে। আপাতত চীনের ব্যবহারকারীদের জন্য এই আপডেট আনা হয়েছে। আর এর ডাউনলোড সাইজ ১.৫ জিবি। নতুন এই আপডেট ফোনে একাধিক স্মার্ট ফিচার যোগ করবে। এছাড়া ইউজার ইন্টারফেসে পরিবর্তন আসবে। আশা করা যায়, ভারত বা অন্যান্য দেশের OnePlus 13 ব্যবহারকারীরা শীঘ্রই OxygenOS আপডেট পেতে শুরু করবে।
OnePlus 13 ফোনের নতুন আপডেটে যুক্ত হবে এই ফিচারগুলি
ব্যাটারি ও পারফরম্যান্স
ওয়ানপ্লাস ১৩ স্মার্টফোনে আসা নতুন আপডেটে ফোনের ব্যাটারি পারফরম্যান্স আরও ভালো হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাপ প্রসেসিং আরও স্মার্ট হবে। আর AI-চালিত র্যাম ম্যানেজমেন্টের কারণে মাল্টিটাস্কিংও অনেক সহজ এবং কার্যকর হয়েছে।
ক্যামেরা
নতুন আপডেটের পর কম আলোতে আরও পরিষ্কার ও রিয়েলিস্টিক ছবি উঠবে। নতুন AI ভিত্তিক পোর্ট্রেট মোড নিখুঁত ব্যাকগ্রাউন্ড ব্লার এবং সাবজেক্ট ফোকাসের সুবিধা দেবে।
UI তে পরিবর্তন
ইউজার ইন্টারফেসেও বেশ কিছু পরিবর্তন আসবে। নতুন অ্যানিমেশন আরও স্মুথ হবে এবং এতে যুক্ত আছে স্মার্ট উইজেট ও রিফ্রেশড কন্ট্রোল প্যানেল। ডার্ক মোড-ও আগের চেয়ে আরও বেশি আরামদায়ক মনে হবে।
AI ফিচার যোগ
OnePlus 13 মডেলে একাধিক AI ফিচার যুক্ত করবে এই আপডেট। এর মধ্যে থাকবে এআই স্মার্ট কাট, এআই কল সামারি এবং এআই টেক্সট এক্সট্রেশন-এর মতো টুলস।
লেটেস্ট সিকিউরিটি প্যাচ
ColorOS 15.0.0.840 আপডেটের সাথে জুলাই ২০২৫-এর লেটেস্ট অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ করা হয়েছে। ফলে ফোনের সিস্টেম অনেক বেশি শক্তিশালী হবে।