Realme N সিরিজের স্মার্টফোন এবার ভারতে লঞ্চ হচ্ছে, কেনা যাবে Amazon থেকে

Realme ভারতে ইতিমধ্যেই বেশ কয়েকটি সিরিজের ফোন লঞ্চ করেছে। নম্বর সিরিজের পাশাপাশি তারা Narzo ও P সিরিজের স্মার্টফোন এদেশে এনেছে। এবার Realme ভারতে নতুন ‘N’ সিরিজের সাথে এন্ট্রি নিতে চলেছে বলে রিপোর্ট সামনে এসেছে। টিপস্টার, যোগেশ ব্রার আজ এক্স প্ল্যাটফর্মে এই তথ্য শেয়ার করেছেন। জানা গেছে ‘N’ সিরিজের ডিভাইসগুলি কেবল Amazon থেকে কেনা যাবে। এর আগে আমরা কোম্পানির বেশিরভাগ ফোন Flipkart থেকে বিক্রি হতে দেখতাম‌।

Realme ফোন নিয়ে অ্যামাজন ও ফ্লিপকার্টের মধ্যে লড়াই

টিপস্টার বলেছেন, Realme নতুন কৌশল নিয়ে ভারতীয় স্মার্টফোন বাজারে আধিপত্য বিস্তার করতে চাইছে। এই কৌশল অনেকটা ‘ডিভাইড অ্যান্ড কনকর’ স্ট্র্যাটেজির মতো। এক্ষেত্রে Realme P সিরিজ পাওয়া যাবে ফ্লিপকার্ট থেকে এবং N সিরিজ অ্যামাজনের জন্য এক্সক্লুসিভ হবে। একই পন্থা আমরা Samsung কেও অবলম্বন মেনে চলতে দেখি, যেখানে M সিরিজ শুধু অ্যামাজনে, আর F সিরিজ ফ্লিপকার্ট থেকে কেনা যায়।

রিয়েলমি সম্ভবত বুঝে গেছে যে, অনলাইন মার্কেটে আধিপত্য বিস্তারের জন্য দুই জায়ান্ট ই-কমার্স প্ল্যাটফর্ম অর্থাৎ অ্যামাজন ও ফ্লিপকার্ট কে আলাদা আলাদা ভাবে সন্তুষ্ট রাখাই বুদ্ধিমানের কাজ।

Realme ‘N’ সিরিজ কোন রেঞ্জে আসবে

রিয়েলমির এই নতুন সিরিজ সম্পর্কে আপাতত বিশেষ কোনো তথ্য সামনে আসেনি। তবে আমাদের অনুমান, Narzo সিরিজ বন্ধ হওয়ার পর যে খালি জায়গা তৈরি হয়েছে, সেটাই N সিরিজ পূরণ করবে। সেক্ষেত্রে এই সিরিজের দাম ৬,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।

যদিও এক্ষেত্রে ‘N’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, তা টিপস্টার বলতে পারেননি। সম্ভবত এর মাধ্যমে ‘Next’, ‘Neo’ শব্দকে বোঝানো হতে পারে, কিংবা নিছকই ‘P’ এর মতো এটাও একটা স্মার্ট লেটার চয়েস!