Realme P সিরিজের নতুন স্মার্টফোনে 10000mAh ব্যাটারি? Flipkart টিজারে ইঙ্গিত

ভারতীয় স্মার্টফোন বাজারে Realme একের পর এক নতুন মডেল এনে ধারাবাহিকভাবে নিজেদের লাইনআপ শক্ত করছে। এবার সেই লিস্টে যোগ হতে চলেছে P সিরিজের নতুন একটি ফোন। ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই আপকামিং ডিভাইসের মাইক্রোসাইট লাইভ হয়েছে। আর এখান থেকেই শুরু হয়েছে জল্পনা।
ফ্লিপকার্টে প্রকাশিত একটি টিজারে রিয়েলমি তাদের P সিরিজের যাত্রাপথটা ফিরে দেখিয়েছে। এই সিরিজের অধীনে ইতিমধ্যেই P1 থেকে P4 পর্যন্ত চারটি মডেল এসেছে এবং চারটি আলাদা সময়ে এগুলি লঞ্চ হয়েছে। যেমন, এপ্রিল ২০২৪-এ লঞ্চ হয় Realme P1, এরপর সেপ্টেম্বর ২০২৪-এ আসে P2। ২০২৫ সালের মার্চে বাজারে আসে P3, আর একই বছরের অগস্টে দেখা মেলে P4-এর। ব্র্যান্ডের ভাষায়, এই পুরো যাত্রাটাই ছিল “অবিশ্বাস্য”। তবে আসল চমকটা নাকি অপেক্ষা করছে ২০২৬ সালের জন্য। টিজারে ইঙ্গিত দেওয়া হয়েছে, নতুন ফোনটি নাকি ইতিহাস তৈরি করার জন্যই বানানো হচ্ছে।
Realme RMX5107 ফোনে থাকতে পারে ১০০০০ এমএএইচ ব্যাটারি
আপকামিং ডিভাইসের টিজারে ব্যবহার করা হয়েছে “A smAAAH-rtphone” শব্দটি। সাধারণ চোখে দেখলে এটা একটা স্টাইলিশ শব্দখেলা মনে হতে পারে, কিন্তু টেক মহলের অনেকেই ভাবছেন এর মধ্যে অন্য ইঙ্গিত আছে। বড় “AAAH” শব্দটা দেখে অনেকে ধারণা করছেন, এই ফোনে থাকতে পারে বিশাল বড় ব্যাটারি। সেটা হলে অবাক হওয়ার কিছু নেই, কারণ সম্প্রতি এক টিপস্টার জানিয়েছেন, RMX5107 মডেল নম্বরের একটি রিয়েলমি হ্যান্ডসেটকে সম্প্রতি BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে।
এই মডেল নম্বরটা নতুন নয়। গত ডিসেম্বরে একটি রিপোর্টেও RMX5107 এর কথা উঠে এসেছিল। তখন বলা হয়েছিল, এতে থাকতে পারে ১০,০০১ এমএএইচ ব্যাটারি। সাথে পাওয়া যাবে রিয়েলমি ইউআই ৭ কাস্টম স্কিন, ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
অর্থাৎ ধারণা সত্যি হলে আমরা পরবর্তী Realme P সিরিজের স্মার্টফোনে ১০০০০ এমএএইচ এর কাছাকাছি ব্যাটারি দেখতে পারি। তবে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

