ফের সস্তা হল বেস্ট সেলিং সেলফি ক্যামেরার Motorola ফোন, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অফার

আপনি যদি Motorola ফোনের ফ্যান হন এবং ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে একটি নতুন ফোন খোঁজ করে থাকেন, তাহলে আপনি Flipkart OMG Sale এর লাভ ওঠাতে পারেন। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সেলে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Motorola G85 5G সেরা অফার সহ পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৪ শতাংশ ডিসকাউন্টে ১৭,৯৯৯ টাকায় ফ্লিপকার্টে তালিকাভুক্ত। আবার এই সেলে ১,২৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টে কেনা যাবে ডিভাইসটি। এরজন্য এইচডিএফসি, অ্যাক্সিস ও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে Motorola G85 5G কিনলে ১,৮৫০ টাকা ডিসকাউন্ট মিলবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে ১২,১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া অতিরিক্ত ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে। এর সাথে নো-কস্ট ইএমআই অফার দেওয়া হবে।

Motorola G85 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

মোটোরোলা জি৮৫ ৫জি ফোনে ২৪০০ x ১০৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড pOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৬০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস লেভেল এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য স্মার্টফোনে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য মোটোরোলা জি৮৫ ৫জি‌ ডিভাইসে এলইডি ফ্ল্যাশ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি সেন্সর এবং ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এই মোটোরোলা ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩০ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাই ইউএক্স কাস্টম স্কিনে চলে।