ধোনির নাম শুনলেই রেগে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন? বিতর্কিত ভিডিও ভাইরাল

আইপিএল ২০২৫ মরসুমে চেন্নাই সুপার কিংসের (CSK) প্লেয়াররা বারবার আলোচনায় উঠে আসছেন। সম্প্রতি, CSK-এর অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। আসলে অশ্বিন তার ইউটিউব চ্যানেলে শো চলাকালীন একজন প্যানেলিস্টকে থামিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। ওইসময় প্যানেলিস্ট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে কথা বলতে শুরু করেছিলেন।

ঘটনাটি ঘটে ১৮ এপ্রিল সম্প্রচারিত একটি শো-তে। যেখানে এক প্যানেলিস্ট লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর বিপক্ষে চেন্নাইয়ের জয়ের প্রসঙ্গ টেনে এনে বলেন, “তুমি যেভাবে বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছো, TNPL-এ জয় পেয়েছো, তা দেখেই বোঝা যায় নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ। সেই নেতা হতে পারে সঞ্জু, শ্রেয়াস বা ধোনির মতো কেউ।”

এই মন্তব্যের মাঝখানে হঠাৎই অশ্বিন থামিয়ে বলেন, “সশশ। সশশশ। আমি কখনোই আমার রাজস্থান রয়্যালস (RR) দলের সম্পর্কেও কিছু বলিনি।” – অর্থাৎ তিনি চেন্নাই বা ধোনির, কারো নাম শো-তে নিতে চাননি।

আর অশ্বিনের এহেন আচরণের পিছনে আছে কিছু সাম্প্রতিক বিতর্ক। টুর্নামেন্টের শুরুতে অশ্বিনের ইউটিউব চ্যানেলের এক শো-তে একজন প্যানেলিস্ট প্রশ্ন তোলে- রবীন্দ্র জাদেজা ও অশ্বিন দলে থাকা সত্ত্বেও কেন CSK নূর আহমদকে কিনেছে? এই মন্তব্য ফ্যানেরা ভালোভাবে নেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অশ্বিন একটি বিবৃতি প্রকাশ করে জানান, তার ইউটিউব চ্যানেল থেকে আর CSK-এর ম্যাচের প্রিভিউ ও রিভিউ কভার করা হবে না। এই কারণেই তিনি চেন্নাই ও ধোনির নাম নিতে চাননি।

জানিয়ে রাখি, পারফরম্যান্সের দিক থেকেও অশ্বিনের জন্য আইপিএল ২০২৫ মোটেও ভালো যাচ্ছে না। ৯.৭৫ কোটি টাকায় কেনা এই অভিজ্ঞ স্পিনার ছয় ম্যাচে মাত্র ৫টি উইকেট নিয়েছেন, গড় ৩৯.৬০ এবং ইকোনমি ১০-এর কাছাকাছি। ফলস্বরূপ, ১৪ এপ্রিল LSG-এর বিপক্ষে ম্যাচে অশ্বিনকে দল থেকে বাদ দেওয়া হয়।