Samsung Galaxy A34 ফোনে আসছে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট, পরীক্ষা শুরু One UI 8 এর

Samsung এবছর তৎপরতার সাথে One UI 8 কাস্টম স্কিন পরীক্ষা করছে। একের পর এক ফোনে নয়া এই কাস্টম স্কিন টেস্ট করা হচ্ছে। এবার সংস্থার সার্ভার থেকে Galaxy A34 স্মার্টফোনের জন্যেও অভ্যন্তরীণ টেস্টিং শুরু হয়েছে বলে জানা গেছে। যদিও এখনই সাধারণ ব্যবহারকারীরা এই আপডেট পাবে না, তবে এটা স্পষ্ট যে Samsung Galaxy A34 ডিভাইসটি One UI 8 আপডেট পাওয়ার ক্ষেত্রে যোগ্য।
উল্লেখ্য, Samsung Galaxy A34 ফোনটি প্রায় দুই বছর আগে বাজারে এসেছে এবং ইতিমধ্যেই দুটি বড় সফটওয়্যার আপডেট পেয়েছে। এখনও হ্যান্ডসেটটি দুটি মেজর আপডেট পাবে। তবে সংস্থাটি এই ডিভাইসের জন্য আলাদা করে পাবলিক বিটা রিলিজ করবে না বলেই মনে হচ্ছে। এর পরিবর্তে সরাসরি One UI 8 এর স্টেবল ভার্সন রোল আউট করা হতে পারে। আর এই আপডেট আগামী দুই-তিন মাসের মধ্যেই চলে আসবে বলে আমাদের বিশ্বাস।
তরুন ভাটস নামে এক পরিচিত টিপস্টার, Samsung Galaxy A34 এর জন্য এই অভ্যন্তরীণ বিটা বিল্ডটির অস্তিত্ব খুঁজে পেয়েছেন। তিনি জানিয়েছেন এই ফোনের জন্য বিটা টেস্টিংয়ের বিল্ড নম্বর EYG3।
জানিয়ে রাখি, অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক One UI 8 হল স্যামসাংয়ের পরবর্তী বড় আপডেট। আগেরবার One UI 7 কাস্টম স্কিন রোল আউট করতে কিছুটা দেরি করে ফেলেছিল সংস্থাটি। এই কারণেই এবার তৎপরতার সাথে বিভিন্ন ডিভাইসের জন্য টেস্টিং শুরু করেছে।
এই মুহূর্তে One UI 8-এর পাবলিক বিটা শুধুমাত্র Galaxy S25 ডিভাইসের জন্য উপলব্ধ। তবে শীঘ্রই আরও কিছু ফোনে এই আপডেট আসতে পারে বলে জানা গেছে। আর Galaxy S25 সিরিজের জন্য স্টেবল আপডেট খুব তাড়াতাড়িই আনা হতে পারে।