ভারতে আসার কয়েকদিন আগেই Realme 15 Pro 5G ফোনের ফিচার ফাঁস, থাকবে ৭০০০mAh ব্যাটারি

রিয়েলমি এই মাসেই ভারতে লঞ্চ করতে চলেছে Realme 15 Pro 5G এবং Realme 15 5G। এই দুটি হ্যান্ডসেট আগামী ২৪ জুলাই বাজারে আসবে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট Flipkart-এ এদের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। যেখান থেকে জানা গেছে Realme 15 Pro 5G এবং Realme 15 5G কেবল হার্ডওয়্যারে নয়, সফটওয়্যারেও বেশ কিছু চমকপ্রদ আপগ্রেড নিয়ে আসছে। উভয় ডিভাইসে পাওয়া যাবে এআই এডিট জিনি এবং এআই পার্টি-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফটো এডিটিং টুল।
Realme 15 Pro 5G এবং Realme 15 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এল
রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনে থাকতে পারে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এত বড় ব্যাটারির থাকার পরেও ডিভাইসটি বেশ পাতলা হবে, এটি মাত্র ৭.৬৯ মিমি পুরু হবে। এতে ৪ডি কার্ভড স্ক্রিন পাওয়া যাবে। রিয়েলমি জানিয়েছে, এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৬,৫০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও, এবং ২,৫০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।
রিয়েলমি ১৫ প্রো ৫জি ডিভাইসটি IP69 রেটিং সহ আসবে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে। এতে জিটি বুস্ট ৩.০ এবং গেমিং কোচ ২.০ এর মতো কিছু অতিরিক্ত গেমিং ফিচারও থাকবে।
Realme 15 সিরিজ একাধিক কালার অপশনে পাওয়া যাবে – ফ্লোয়িং সিলভার, সিল্ক পিঙ্ক, সিল্ক পার্পেল ও ভেলভেট গ্রিন। তবে এদের ক্যামেরা সংক্রান্ত ফিচার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কোম্পানির তরফে বলা হয়েছে, লঞ্চের আগে ধাপে ধাপে এই সিরিজের ফিচার সামনে আনা হবে।
Realme 15 সিরিজ ভারতে Flipkart ও Realme India-এর অফিসিয়াল অনলাইন স্টোর থেকে কেনা যাবে। এর দাম শুরু হতে পারে প্রায় ১৫,০০০ টাকা থেকে।