Vivo V60 আগামী মাসে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সহ ভারতে আসছে, থাকবে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Vivo X200 FE স্মার্টফোন। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে সংস্থার ভি সিরিজের নতুন ফোন Vivo V60 নিয়ে। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, আগস্টেই ডিভাইসটি বাজারে আসতে পারে। একইসঙ্গে Vivo নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভিত্তিক Funtouch OS কাস্টম স্কিনের উপর থেকেও পর্দা সরাবে। Vivo V60 ফোনটি ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। এটি Vivo S30-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জানা গেছে।
আগস্টে লঞ্চ হতে চলেছে Vivo V60
অভিষেক যাদব জানিয়েছেন, ভিভো ভি৬০ আগামী ১৯ আগস্ট ভারতে লঞ্চ হতে পারে। সেইদিনই সংস্থার নতুন অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ফানটাচ ওএস ১৬ কাস্টম স্কিন সামনে আনা হবে। যদিও কয়েকটি রিপোর্টে আগে বলা হয়েছিল, ফানটাচ ওএস এর পরিবর্তে ভিভো এবার অরিজিনওএস নিয়ে আসবে।
যাইহোক, ভিভো ভি৬০ ইতিমধ্যেই ইউরোপের EEC, মালয়েশিয়ার SIRIM এবং TUV সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেয়েছে। এই সার্টিফিকেশন সাইটগুলি থেকে ফোনটির স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে এতে ৯০ ওয়াট র্যাপিড চার্জিং সাপোর্ট করবে।
আগেই বলেছি, Vivo V60 ডিভাইসটি আদতে Vivo S30-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। যেটা কয়েক সপ্তাহ আগে চীনে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি OLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ উপস্থিত।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে ৬৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফিচারগুলি Vivo V60 স্মার্টফোনেও থাকবে বলে আশা করা যায়।