২০৩১ পর্যন্ত আপডেট, Samsung Galaxy A07 সস্তায় দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল

অবশেষে ইন্দোনেশিয়ার লঞ্চ হল Samsung Galaxy A07 স্মার্টফোন। এর দাম শুরু হয়েছে প্রায় ৮,০০০ টাকা থেকে। ফোনটি ছয় বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে বলে জানা গেছে। এর মুখ্য ফিচারের মধ্যে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Samsung Galaxy A07 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy A07 এর দাম ও কালার অপশন
ইন্দোনেশিয়ায় Samsung Galaxy A07 এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৩৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় ৭,৭০০ টাকা)। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেল কিনতে খরচ করতে হবে ২,২৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় ১২,৬০০ টাকা)। এটি সবুজ, হালকা বেগুনি এবং কালো রঙে বাজারে এসেছে। স্যামসংয়ের রিটেল চ্যানেল থেকে ডিভাইসটি পাওয়া যাবে।
লঞ্চ অফারে হিসেবে ক্রেতারা বিনামূল্যে ২৫ ওয়াট ট্রাভেল অ্যাডাপ্টার পাবেন। এর সাথে দেওয়া হচ্ছে ৩৬ জিবি ডেটা প্যাকেজ এবং স্যামসাং কেয়ার প্লাস সাবস্ক্রিপশনে ৩০ শতাংশ ছাড়।
Samsung Galaxy A07 এর ফিচার ও স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এ০৭ ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A07 এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে স্যামসাং নক্স ভল্ট, অটো ব্লকার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
সফটওয়্যার ও অন্যান্য ফিচার
Galaxy A07 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে, আগামী ছয় বছর অর্থাৎ ২০৩১ সাল পর্যন্ত এতে সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট দেওয়া হবে। হ্যান্ডসেটটি IP54 রেটিং ও ফাইবার রিইনফোর্সড পলিমার সহ এসেছে।