Redmi 15 5G ফোনের লঞ্চের তারিখ ঘোষণা, থাকবে 7000mAh ব্যাটারি, কেনা যাবে Amazon থেকে

আগামী মাসে ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 15 5G। আজ কোম্পানির তরফে এর লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি Amazon ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এখান থেকে ডিভাইসটির ব্যাটারি থেকে শুরু করে ক্যামেরা, ডিসপ্লে ও চিপসেট সম্পর্কে জানা গেছে। Redmi 15 5G আগামী ১৯ আগস্ট ভারতে লঞ্চ হবে। আসুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Redmi 15 5G আগামী ১৯ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে
কোম্পানিটি আজ তাদের সোশ্যাল মিডিয়া পেজে Redmi 15 5G এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে। জানা গেছে এটি তিনটি কালারে পাওয়া যাবে – ফ্রস্টেড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক ও স্যান্ডি পার্পল। আর লঞ্চের পর ফোনটি অ্যামাজন ও শাওমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।
Redmi 15 5G এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ব্যাটারি
রেডমি ১৫ ৫জি মডেলে পাওয়ার ব্যাকআপের জন্য ৭,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, হাইবারনেশন মোডে মাত্র ১ শতাংশ চার্জে ফোনটি প্রায় ১৩.৫ ঘণ্টা চলবে।
ডিজাইন ও ক্যামেরা
ফোনটি “Royale Chrome” ফিনিশ সহ আসবে। এর ক্যামেরা আইল্যান্ড এয়ারোস্পেস-গ্রেড ধাতু পাওয়া যাবে। মডেলটি আইপি৬৪ রেটিং সহ আসবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০-মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার সঙ্গে সাপোর্ট করবে এআই ফিচার। এর সেকেন্ডারি রিয়ার ক্যামেরার রেজোলিউশন হবে ২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ডিসপ্লে
ডিসপ্লে সেকশনের কথা বললে, Redmi 15 5G স্মার্টফোনে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এতে এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করতে পারে।
প্রসেসর ও ওএস
পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। এটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২.০ কাস্টম স্কিনে চলবে। এই ফোনে গুগল জেমিনি ও সার্কেল টু সার্চ-এর মতো কিছু AI-ভিত্তিক ফিচার থাকবে।