Samsung Galaxy M35 5G কিনুন ৫৫০০ টাকা সস্তায়, এখান থেকে অর্ডার করলে বেশি লাভ

১ আগস্ট থেকে শুরু হচ্ছে Flipkart Freedom Sale। তবে তার আগেই ই-কমার্স সাইটি স্মার্টফোনের উপর বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। আপনি এই মুহূর্তে Samsung Galaxy M35 5G ডিভাইসটি অনেক কম দামে কিনতে পারবেন। লঞ্চের সময় এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৯,৯৯৯ টাকা। কিন্তু Samsung Galaxy M35 5G এখন প্রায় ৫,৫৮৫ টাকার ছাড়ের পর মাত্র ১৪,৪১৪ টাকায় পাওয়া যাচ্ছে। আবার Flipkart Axis Bank-এর কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,০০০ টাকার কাছাকাছি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
Samsung Galaxy M35 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৩৪০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস লেভেল ১০০০ নিটস পর্যন্ত এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন উপস্থিত।
প্রসেসর ও স্টোরেজ
পারফরম্যান্সের জন্য Samsung Galaxy M35 5G ডিভাইসে ব্যবহার করা হয়েছে এক্সিনস ১৩৮০ প্রসেসর। এটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Galaxy M35 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার ও ডলবি অ্যাটমস সাপোর্ট।
অপারেটিং সিস্টেম
স্যামসাংয়ের এই মডেলটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। এতে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট আসবে।