Smartphones: দশ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারি ও ১২ জিবি র‌্যামের ফোন

দেশীয় ব্র্যান্ড Lava এখন ১০,০০০ টাকারও কম দামে দুর্দান্ত ক্যামেরা এবং ব্যাটারি স্মার্টফোন বাজারে এনেছে। তাই আপনার বাজেট যদি কম হয় এবং আপনি যদি নতুন ভালো ফোন কিনতে চান, তাহলে লাভার স্মার্টফোন বেছে নিতে পারেন। এই প্রতিবেদনে আমরা Lava-র তিনটি ডিভাইস সম্পর্কে আমরা বলবো। এগুলিতে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১২ জিবি র‌্যাম পাওয়া যাবে। এই ফোনগুলি আপনি অ্যামাজন থেকে বাম্পার ডিসকাউন্টে কিনতে পারবেন।

Lava O3 Pro

এই Lava ফোনটি অ্যামাজনে ৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে। এতে পারফরম্যান্সের জন্য ইউনিসওসি টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। Lava O3 Pro ফোনে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।

Lava Yuva 5G

Lava Yuva 5G ফোনটি বর্তমানে অ্যামাজনে ৮,২৭০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা নিয়ে আরও সস্তায় কিনতে পারেন এই ডিভাইসটি। কানাড়া ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করলে ৭৫০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর এটি ৭,৫২০ টাকায় কেনা যাবে।

Lava Blaze 3 5G

ভাইব লাইট সহ আসা এই ফোনটি অ্যামাজনে ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে বর্তমানে ৫০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার ফলে দাম কমে হবে ১০,৪৯৯ টাকা। আবার কানাড়া ও ফেডারেল ব্যাঙ্কের কার্ডে ৭৫০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর ফোনটি ৯,৭৪৯ টাকায় কেনা যাবে। এতে ভার্চুয়াল র‌্যামের মাধ্যমে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর পাওয়া যাবে।