Motorola ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, এই ডিভাইসগুলিতে আসছে Android 16 আপডেট

Google Pixel ডিভাইসে গত সপ্তাহে এসেছে অ্যান্ড্রয়েড ১৬ এর স্টেবল আপডেট। আর এবার Motorola ফোনেও নয়া এই অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়ার কথা ঘোষণা করলো। সংস্থাটি আজ কোন কোন ফোনে অ্যান্ড্রয়েড ১৬ (Android 16) আপডেট আসবে তার লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করেছে। এই লিস্টে যেমন রয়েছে বেশ কিছু প্রিমিয়াম মডেল, তেমনি জায়গা পেয়েছে একাধিক মিড-রেঞ্জ ফোনও।

তবে জানিয়ে রাখি, Motorola সাধারণত ধাপে ধাপে আপডেট সংক্রান্ত তথ্য জানায়। ফলে এই লিস্টে আপনি যদি আপনার ফোনের নাম দেখতে না পান, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। আশা করা যায় পরবর্তীতে আরও ডিভাইসকে এই লিস্টে সামিল করা হবে।

এই Motorola ফোনে আসছে Android 16 আপডেট

এই মুহূর্তে মোট ২৯টি স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট আসবে বলে জানিয়েছে মোটোরোলা। আসুন দেখে নেওয়া যাক কোন কোন মডেলে আপডেট আসতে চলেছে:

Motorola Razr+ 2024

Motorola Razr 2025

Motorola Razr+ 2025

Motorola Razr Ultra 2025

Motorola Razr 60

Motorola Razr 60 Ultra

Motorola Razr 50 Ultra

Motorola Razr 50

Motorola Edge 2025

Edge 60 Pro, Edge 60, Edge 60 Fusion, Edge 60 Stylus

Edge 50 সিরিজের Ultra, Pro, Neo, Fusion এবং বেস মডেল

Edge 40 Pro

Moto G Power 2025, G 2025, G Stylus 2025

Moto G56, G86, G86 Power, G85, G75, G55

ThinkPhone 25

এই লিস্টে Motorola Razr (2024) বা ThinkPhone-এর প্রথম প্রজন্মের মডেল অন্তর্ভুক্ত নেই। তবে আমাদের বিশ্বাস এই দুই স্মার্টফোনে নতুন ওএস এর আপডেট আসবে। মোটোরোলা পরবর্তীতে এই দুই মডেলকে লিস্টে অন্তর্ভুক্ত করবে বলে মনে হচ্ছে।

মোটোরোলা ফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইসে আপডেট পাবে কি না, তা জানতে চাইলে সরাসরি সংস্থার সফটওয়্যার সাপোর্ট ওয়েবসাইটে গিয়ে ডিভাইস সিলেক্ট করে “Next OS” বিভাগে চেক করতে পারেন।