Poco M7 4G গ্লোবাল মার্কেটে 7000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Poco M7 4G। এর দাম শুরু হয়েছে প্রায় ১১ হাজার টাকা থেকে। ডিজাইনের কথা বললে, এটি দেখতে সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Poco M7 Plus 5G-এর মতো। এই ফোনে পাওয়া যাবে কোয়াড-কার্ভড বডি, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। আসুন Poco M7 4G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Poco M7 4G এর দাম ও লভ্যতা

গ্লোবাল মার্কেটে Poco M7 4G এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২৯ ডলার, যা প্রায় ১১,৩০০ টাকার সমান। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪৯ ডলার (প্রায় ১৩,০০০ টাকা)। এদিকে মালয়েশিয়ায় এদের দাম রাখা হয়েছে যথাক্রমে ৪৬৯ ও ৫৫৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৯,৭০০- ১১,৬০০ টাকা)। ফোনটি কালো, হালকা নীল, রূপালি ও লাল রঙে পাওয়া যাবে।

Poco M7 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এম৭ ৪জি এর সামনে দেখা যাবে ৬.৯ ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লে। এই ডিসপ্লে ২৩৪০×১০৮০ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ২৮৮ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এছাড়া ডিসপ্লেটি ৭০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। আর চোখের সুরক্ষার জন্য রয়েছে TÜV Rheinland সার্টিফিকেশন।

পারফরম্যান্সের জন্য Poco M7 4G মডেলে অ্যাড্রেনো জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি শাওমি হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলবে। এতে ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ সর্বোচ্চ ২টিবি পর্যন্ত পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে বক্সের মধ্যে চার্জার পাওয়া যাবে না। ফটোগ্রাফির জন্য Poco M7 4G এর পিছনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর উপস্থিত, যা এইচডিআর, নাইট মোড, পোর্ট্রেট ও টাইম-ল্যাপস ভিডিও সাপোর্ট করে। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

স্মার্টফোনটি IP64 রেটিং সহ এসেছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়েল সিম, ৪জি এলটিই, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই। এর অতিরিক্ত ফিচারের মধ্যে আছে আইআর ব্লাস্টার, ডলবি অ্যাটমস সাউন্ড, ভলিউম বুস্ট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও এআই ফেস আনলক।