স্টুডেন্টদের জন্য ChatGPT নিয়ে এল স্টাডি মোড, সহজেই হবে পড়াশোনা

OpenAI চালিত ChatGPT প্ল্যাটফর্মে এল ‘স্টাডি মোড’। এই নতুন ফিচার স্টুডেন্টদের দ্রুত প্রশ্নের উত্তর দেবে। পাশাপাশি শেখার পুরো অভিজ্ঞতা অনেক সহজ হবে। শুধু তাই নয়, স্টাডি মোডে স্টেপ-বাই-স্টেপ ব্যাখ্যা এবং স্টুডেন্টদের দক্ষতার উপর ভিত্তি করে কাস্টোমাইজড ফিডব্যাক পাওয়া যাবে। আর এই মোড একেবারে ফ্রি। তবে আপাতত প্লাস, প্রো ও টিম প্ল্যান ব্যবহারকারীরা এটি অ্যাক্সেস করতে পারবেন। আর শীঘ্রই ChatGPT Edu প্ল্যাটফর্মেও এই ফিচার দেখা যেতে পারে।
ChatGPT এর স্টাডি মোড ভারতীয় ভাষাতে উপলব্ধ
ইংরেজির পাশাপাশি স্টাডি মোড মোট ১১টি ভারতীয় ভাষায় উপলব্ধ। অর্থাৎ যারা অন্য ভাষায় পড়াশোনা করেন তারাও এই মোডের সুবিধা নিতে পারবেন। আর এই মোডে ভয়েস, ইমেজ এবং টেক্সট, তিন ধরনের ইনপুট সাপোর্ট করবে।
স্টাডি মোড নিয়ে কী জানিয়েছে Open AI
OpenAI-এর এডুকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিয়াহ বেল্সকি জানিয়েছেন, “চ্যাটজিপিটি-র স্টাডি মোড এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে প্রশ্নের উত্তরের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের চিন্তার প্রক্রিয়াটাও গাইড করা হয়।” তিনি আরও বলেছেন, ভারতে এই ফিচারটি বিটা টেস্টিংয়ের সময় দারুণ সাড়া পেয়েছে।
IIT লেভেলের প্রশ্নের উত্তর পাওয়া যাবে
নতুন স্টাডি মোড আইআইটি লেভেলের কঠিন প্রশ্ন চমৎকার ব্যাখ্যা দিতে পারবে বলে জানা গেছে। বেল্সকি নিশ্চিত করেছেন যে, “এটা এমনভাবে তৈরি, যাতে শহর বা গ্রাম, ভারতের যেকোনো প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা সহজেই ব্যবহার করতে পারে। আর এর মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন স্টুডেন্টদের সহায়তা করবে।”